জুলাই তুমি মিছিলে মিছিলে
প্রতিবাদের অগ্নিঝরা বানি
আর ১৬ বছরের সহ্য করা গ্লানি
এক সাম্যবাদী মুক্তির দাবি
আবু সাঈদের রক্তের সিলসিলা
মীর মুগ্ধের অস্থির কন্ঠ
পানি লাগবে পানি –

জুলাই তুমি মায়ের বুক খালি হওয়া আর্তনাদ
তরুণের চোখের আগুন
রক্তাক্ত দেশ
জেগে উঠা নতুন ফাগুন

জুলাই তুমি এক দেশ জনতার অধিকার
অন্ধ শাসনের শেকল ছেঁড়া স্লোগান
লক্ষ লক্ষ সাঈদের প্রসারিত হাত
রাজপথে দাঁড়ানো সাহসী তরুণ প্রান

জুলাই তুমি বিপ্লবের আজান
ভেঙে পড়া চুরির ঝনঝনানি
মুছে যাওয়া সিঁথির সিঁদুর
আর না বলা শত অভিমান

জুলাই তুমি অস্ত্রের মুখে নৃত্য করা
বাংলার তরুণ সেনানী
লক্ষ লক্ষ বিপ্লবী বীর
দীপ্ত রুধির
জেগে উঠা জনগণ

জুলাই তুমি বাবার কাঁধে ছেলের লাশ
আর দানবের রক্তের উল্লাস
দুঃশাসনের বিরুদ্ধে গনজাগরন
নির্ঘুম রাত জাগা লক্ষ তরুণের আস্ফালন

জুলাই তুমি ২০ কোটি বাঙালির বুকে
মিত্যু মিত্যু খেলা
ত্রাসের রাজত্বে
জেগে উঠা মিত্যুর কাফেলা

জুলাই তুমি শত শত তরুণীর আত্মঘাতী দেশপ্রেম
আসিফ সার্জিস নাহিদ হাসানাতদের বিপ্লবী কন্ঠ
রক্ত ঝরা বিপ্লবের মুখে অন্ধ জালেম
সেই বিপ্লবে নাশ হওয়া শাসনের বৈষম্য

জুলাই তুমি আকাশে বাতাসে
জুলুম অত্যাচারের স্তব্ধ নিঃশ্বাস
একছত্র আধিপত্যে ছত্রপতি
মানুষের রক্তের উপর যার বাস

জুলাই তুমি বিবেকের নীপিড়নে
জ্বলতে থাকা একটি প্রজন্ম
লক্ষ লক্ষ তরুণ সেনা
আজ ওরাই ধন্য

জুলাই তুমি তরুণের অহংকার
গর্জে উঠা ছাত্র সমাজ
অপ্রতিরোধ্য তরুণ সেনানী
আর বদলে যাওয়া ইতিহাস

জুলাই তুমি লজ্জিত জাতি
কুন্ঠিত মানবতা
মানুষের মুখের অভিশাপ
অন্যায়ের বিরুদ্ধে গনজাগরন
স্বৈরাচারী কভু পাবে না মাপ

জুলাই তুমি বিদ্রোহ তুমি মুক্তি
রাজপথ কাঁপানো কন্ঠস্বর
ছাত্র জনতার দেশ গড়ার চুক্তি
আর পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি

জুলাই তুমি বিপ্লব
জুলাই এক অভ্যুত্থান
এখনো ভেসে আসে জুলাইয়ের
তাজা তাজা রক্তের ঘ্রাণ

বাঁচতে হলে রাজপথে এসো
বাঁচতে হলে সংগ্রামের পথে এসো
শ্রেষ্ঠ সে পথ দেশের জন্য আত্মদান
সংগ্রামের পথ রক্তের অক্ষরে লেখা

২৩১
মন্তব্য করতে ক্লিক করুন