মোদের স্বপ্ন তারায় তারায়
জীবন যেমন থমকে দাঁড়ায়
এক স্বপ্নের অবশেষ
লক্ষ জীবনে
এক রঙের অবশেষ
লক্ষ ভূবনে
দীর্ঘজীবী হও প্রার্থনা
বৈচিত্র্য তবু তোমাদের
কেন নিত্য দিনের বর্ননা
তবু আকাশের ভুবনে তারা উঠে
যায় মেঘের জল
করে টলমল
চোখের কোনে
এখানে একদিন আমরা
তারাদের ভুবনে
তোমাদের মত একদিন
আমাদের স্বপ্নের ঠিকানা

১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন