কবি ইমদাদ শাহ্

কবিতা - মুক্তি সবার

কবি ইমদাদ শাহ্
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ ছড়া

সমতল থেকে পাহাড়
এবারের মুক্তি সবার
জেগে উঠুক তরুণ প্রান
ইনসাফের অগ্নি চূড়ার
তরুণ কন্ঠে অরুণ আগুন
ইনসাফ জাগায় নতুন ফাগুন
নতুন লগ্নে আমরা জাগি
শহর জুড়ে দম্ভি দাগি
আমরা চিঁড়ি পাহাড় ভূমি
বুক চেঁতিয়ে শাসন চুমি
শেকল ভাঙার নতুন লগ্নে
আমরা বেড়াই সর্ব অগ্নে
আমরা চড়ি ইকারুসে
ধুলিসাৎ করি সর্ব গ্রাসে

পরে পড়বো
১৬৯
মন্তব্য করতে ক্লিক করুন