কবি ইমদাদ শাহ্

কবিতা - আমার শুধু লাশ চাই

কবি ইমদাদ শাহ্ |
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ বিদ্রোহী-দ্রোহের কবিতা

আমার শুধু লাশ চাই
আমার শুধু রক্ত চাই
রক্তাক্ত গোটা একটা দেশ চাই
মাথা নত করা একটা জাতি চাই
বিরোধী দলের কবর চাই
আমার অস্ত্র চাই বুলেট চাই হেলমেট বাহিনী চাই
স্বৈর ক্ষমতার দাপট চাই
বিরোধীদের পিষে মারতে হবে
স্বৈরাচারের রক্তকমল চোখে
আমার বিভৎস রূপ দেখবে বিশ্ববাসী
আরো কয়েকটা লাশ চাই
বিপ্লবীদের রক্ত চাই
আমি অস্ত্রের ঝনঝনানি শুনতে চাই
পিষে মেরে ফেল সবাইকে
মায়ের বুক খালি হক
আমি স্পর্ধার আহাজারি শুনতে চাই
আমার শুধু লাশ চাই
অগনিত লাশ চাই
বিভৎস রূপে দেশটাকে কাঁচা চিবাই
আমার শুধু ক্ষমতা চাই
পৈচাশিক ক্ষমতা
ছাত্রদের হত্যা কর
রাজপথে রক্তের বন্যা বয়ে যাক
আমার শুধু ক্ষমতার দাপট চাই
স্বৈরাচারের রককমল চোখ
আমার অঙ্গীকার

পরে পড়বো
২৯৩
মন্তব্য করতে ক্লিক করুন