এক টুকরো নতুন বাংলাদেশের
এক নতুন সূর্যের হাসি
এক নতুন দিনের ঝলকানি
নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা
নতুন নতুন জনতার আদিখ্যেতা
নতুন জীবন নতুন স্বপন নতুন উদ্যম
নতুন সূর্যদয় নতুন ভোর
আর চাই না কোন অরাজকতার
আর চাই না অপ রাজনীতির ধ্বংস পথ
চাই না আর কোন রক্তপাত
নতুন স্বদেশ জিন্দাবাদ
এই বাংলার পথে ঘাটে মাঠে
চির শান্তির নীড় ছরিয়ে রবে
নতুনের কেতন উড়বে যখন
জনপদ জুড়ে বিস্তৃত হবে নতুন দিনের হাতছানি
আর নয় খুনাখুনি রাহাজানি
নতুনের দৃঢ়তার উঠবে অজস্র প্রগতি
৭৪১

মন্তব্য করতে ক্লিক করুন