কোন সে খোঁড়া যুক্তিতে— দেশে এল কোটা
কোটার জ্বড়ে হুমড়ি খেয়ে কাঁপছে যে দেশ গোটা
কোথাও যেন মেধাবীদের এইটুকু নাই ঠাঁই
রাজপথ জুড়ে কাঁদছে শুধু আমার মেধাবী ভাই
কোটার আড়ে চলছে পিছে কোটি টাকার কারবার
অথচ আমি কে তুমি কে— রাজাকার রাজাকার
কোটা নিচ্ছিস খোটা দিচ্ছিস বলছিস রে রাজাকার
কোটার জোরে প্রধানমন্ত্রী দেশটাকি তুর বাপ দাদার
ছি ছি হাসি না—- লজ্জায় বাঁচি না
ফ্যাসিবাদের দোসরদের আর কিসের লজ্জা ঘৃনা
কোটা শুধু বিষফোঁড়া
মেধা রে ভাই বিশ্বজোড়া
কোটা না মেধা- মেধা মেধা
কোটা না মেধা-মেধা মেধা
কবিতা - কোটা না মেধা
কবি ইমদাদ শাহ্ |
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা
২৪২

মন্তব্য করতে ক্লিক করুন