আমি প্রজন্ম থেকে প্রজন্মে জম্মান্তরে
সূদূর অতীত থেকে ওঠে এসে
বিপ্লব করে চলছি
আমি বিপ্লবী কেবল বিপ্লবী
বিপ্লবই যখন আমার একমাত্র সমাধান
মেধা বৃত্তের দিগন্তের স্বরে
আমি ফুটেছি রক্ত জবার মত থরে থরে
আমি অন্ধের মত বিপ্লব করে চলছি
যেখানে অন্যায় নহর ছুটে চলে
অবিচারের পাল্লায় মানুষগুলো ধূলোর মত উড়ে
এক যুগের প্রত্যাবর্তন
অন্য যুগের দ্বিগুণ সমান সমহিমায়
সৃষ্টির আদিম উন্মত্তা থেকে এই অবধি
আমি কেবল বিপ্লবী
আমি জন্ম থেকেই বিপ্লবী
প্রসূতি মায়ের বুক চিরে
উচ্চ স্বরে কেঁদে কেঁদে
পৃথিবী কাঁপিয়ে প্রথম আমি বিপ্লব করি
একটি সুস্থ পৃথিবীর জন্য
বিপ্লবই আমার শেষ ভরসা
বিপ্লবই আমার একমাত্র ভাষা
কবিতা - আমি জন্ম থেকেই বিপ্লবী
কবি ইমদাদ শাহ্ |
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা
৪১০

মন্তব্য করতে ক্লিক করুন