আবু সাঈদের রক্ত দেইখ্যা
বাহের দস্তখত বিপ্লবী আজান
আর কাইন্দা কাইন্দা কয় মায়
কই গেলি কই গেলি বাজান
সেই রক্তের আগুন লাইগ্যা লক্ষ সাঈদ
রাজপথে খাড়ায় বুক চেঁতিয়া
গন বিস্ফোরণের জোয়ার দেইখ্যা
স্বৈরাচারও চায় ফেলফেলিয়া
লাশের পর লাশ পড়ছে
খুনী গড়ছে ইতিহাস
আস্তা গাইড়া দিছে পোলা
মা হইছে জিন্দা লাশ
এত রক্ত খাইয়াও খুনির
মিটে নাই পিপাসা
আকাশ থেইক্যাও ছুঁড়ছে গুলি
গদি টিকব এই আশা
নেট ইন্টারনেট বন্ধ কইরা
দেশটা করছে অন্ধ
শহর জুইড়া কারফিউ দিয়া
মুখ করছে বন্ধ
ঘরে ঘরে লাগছে আগুন
ভাঙল বেবাক কারফিউ
গদির ভেতর বইস্যা তখন
খুনী করল মিউমিউ
সিঁথির সিঁদুর মুছছে বোনের
ভাই হারাইছে পা
মা হারাইছে কোলের পোলা
তবু কেন বিপ্লব থামে না
অটো থেইক্যা রিকশা থেইক্যা
ঝরছে অবিরাম রক্ত
রাজপথের তখন রক্ত নদী
কাইপ্যা উঠে মসনদী তখত
একটাই মরে একটাই যায়
আর ত কেউ যায় না
খুনীর গদি ছাড়ার এবার
ধরছে ওরা বায়না
গুলি বোমায় ভয় করে কে
দস্তখত বিপ্লবী আজান
মহরতের মহব্বতে
গদি ছাড় বুবু জান

মন্তব্য করতে ক্লিক করুন