রূপসী বাংলাদেশ

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

জেগেছে আবার উদয় শিখা রূপসী বাংলাদেশ
শ্যামল বরন বাহু তাহার হলুদ বরন বেশ
রূপসী রূপের বাংলাদেশ
রূপ কি তাহার শেষ
মায়ায় ঘেরা ছায়ায় ঘেরা
রামধনুর সাত রঙে গড়া
অপরূপ রূপে লীলাভূমি
রূপ যে তাহার বিশ্ব জোড়া
সূর্যোদয় দেখি শান্ত রূপ
সোনালী ধানের স্নেহ ঝোপ
রূপালী রূপে সুধা অমৃত
কৃষ্ণচূড়ায় ফুটে লাল ক্ষত
নীলাভ গগনে সুদূর ধন
হলুদ ফুলে দুই নয়ন
রূপ বধূ দেশ বাংলাদেশ নেই যে রূপের শেষ
খোঁপা বাঁধানো ফুলে দুলে শ্যামল শ্যামল কেশ
রূপ সুধা যার চরন চুমি
রূপ দেখে তাই ধন্য আমি
সব রঙে যা গড়া
রূপসী বাংলার বাংলাদেশ রূপ যে তাহার বিশ্ব জোড়া
রূপ যে তাহার ফাগুনে যেমনি চর জাগে
রূপসী তার রূপের আড়ে খুঁজে খুঁজে নিজেই শুয়ে থাকে
সূর্য মুখে নদী বুকে ছরিয়ে দু হাত
জোনাই ঘরে তারার আলো মুখখানা তার চাঁদ
পানসে মেঘের আড়ে দেখি
বিজন বনের ধারে দেখি
মাঠের পরে মাঠ যে তাহার
অজানা অজরী পুষ্প বাহার
সরষে ফুলের গন্ধে ভরা
ডাহুক শালিক ডোরা
রূপবতী রূপ যে নজর কাড়া
রূপ দেখেছি নদীর বাঁকে কেয়া কদম্ব শাখে
স্বরূপে তাই জেগে উঠো বিশ্ব মায়ের বুকে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন