কবি ইমদাদ শাহ্

কবিতা - গান ৩৬শে জুলাই

কবি ইমদাদ শাহ্

ভুলব না ভুলব না তোমাদের ভুলব না
শত শহীদের রক্তের বিনিময়ে
এসেছ ৩৬শে জুলাই
হে জুলাই ভুলব না
ভুলব না ভুলব না তোমাদের ভুলব না
যারা এনে দিয়েছো এ নতুন দিনের স্বাধীনতা
বাংলার আকাশে বাতাসে এখনো সে সুর বাজে
ধীরোদ্ধত শহীদের রক্তে
তরুণ তরুণীর কন্ঠ জুড়ে
জেগেছিল যে প্রতিবাদী ধ্বনি
তার আগুনে পুড়ে গিয়েছে বৈষম্যের সকল দেয়াল
বেঁধে দেওয়া পরাধীনতার সকল শিকল ছেঁড়ে
এনেছো যারা সাম্যের বাংলাদেশ
ভুলব না ভুলব তোমাদের কথা কোনদিন ভুলব না
কত রক্ত অশ্রু অনল দ্রোহে
ভেসে গেছে বাংলার মাটি
স্বৈরাচার থেকে মুক্ত বাংলার কথা
কোন দিন ভুলব না ভুলব না ভুলব না তোমাদের ভুলব না
আঁকড়ে ধরেছো যারা প্রিয় জন্মভূমি
মাতৃভূমি অথবা মিত্যু লেখা হরফে
বুক পেতে দিলে যারা
যে মা হয়েছে ছেলে হারা
যে বোনের কন্ঠে জেগেছে নতুন ইতিহাস
হে মা তোমাকে ভুলব না
হে বোন তোমাকে হারাতে দেব না
বুকের তাজা রক্ত ঢেলে এঁকেছে যারা
এ নতুন স্বাধীনতার মানচিত্র
ভূলব না ভুলব না তোমাদের ভুলব না
শোধ হবে না তাদের এ ঋন ওরা চিরদিন বাংলার আকাশে
বাতাসে ভেসে বেড়াবে স্বাধীনতার স্বপ্ন এঁকে নতুন দিনের কথা বলতে আসবে ওরা আবার
লক্ষ লক্ষ তরুণ সেনা তোমাদের ভুলব না

২৪৮
মন্তব্য করতে ক্লিক করুন