কবি ইমদাদ শাহ্

কবিতা - সার্বভৌম বাংলাদেশ

লেখক: কবি ইমদাদ শাহ্

আমাদের লড়াই মাতৃভূমির জন্য
প্রতিরোধের প্রতিটি দেয়ালে শত্রুকে নিশ্চিহ্ন করে
ওদের মিথ্যার অহংকার ধূলিসাৎ করি
আমরা বাঙালি বীর যোদ্ধা
যুদ্ধের ময়দানে যেথা রক্তক্ষয়ী নেই ছোট বড়
দেশপ্রেমী যুদ্ধাদের ভয়ে শত্রু কাপে থরথরো
আমাদের আত্মবিশ্বাসে দেশপ্রেম হয়ে উঠে বুলিয়ান
যুদ্ধের ময়দানে আমরা দেশপ্রেমি বীর মহাপ্রান
দেশমাতৃকার সন্তান আমরা নিবেদিত
আমরা নিঃশেষ হয়ে যাব
তবু পরাধীনতার শিকল পায়ে পড়ব না
অনেক রক্তের দামে কেনা দেশ
শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে
সার্বভৌম বাংলাদেশের জন্য
আমার প্রতিটি কথায় রক্তের স্পন্দন
প্রিয় দেশটা যেখানে প্রসন্ন
আমার দেশ আমার মা আমার বোন
আমার সনাতনী অজ বন্ধু
সেই শকুনেরা বাংলাদেশকে ধ্বংস উপত্যকা করে
মিশিয়ে দিতে চায় অর্থনীতির চাকা
অনেক পরাধীনতা নিয়ে নতুন সূর্য উঠার অপেক্ষায়
আমরা ভীত কাপুরুষের দল নই
আমার ধর্ষিত বোনের চিৎকার আমি শুনতে চাই না
শিশুদের রক্তাক্ত মুখের করুন চাহনি আমি দেখতে চাই না
আমার মায়ের মৃতদেহ আমার সামনে
আমার ভাইয়ের জানাজাবিহীন দাফন
তাঁবুর ভেতর থাকা শরনার্থীদের আহাজারি
আমরা ক্ষুধায় কাতর হতে চাই না
আমরা অর্থনীতির ধ্বংস উপত্যকা দেখতে চাই না
আগত সম্মুখ সমরে এখনি জেগে ওঠার সময়
রক্ত ঢেলে প্রতিরোধের দেয়াল গড় অথবা
লাশ আর রক্তের গন্ধে হারিয়ে যাবে
প্রশমিত ফুলের সুবাস ফুলের মত দেশটা
যে জাতি ও তার সৈনিকেরা জীবন দিতে জানে না
পরাধীনতা তাদের জন্য অনিবার্য
হয় আমরা কুকুরের মত মরব
না হয় শহীদি কাফনের কাপড় পড়ব
যুদ্ধের ময়দানে নেই ছোট বড়
হয় মার না হয় মর তবু রুখে দাঁড়াও
সাহসে বিজয় ভয় শুধুই পরাজয়
এই সুন্দর দেশকে বিধ্বস্ত করার আগেই
গড়তে হবে প্রতিরোধ
পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য উগ্ৰবাদী শত্রুরা
হয়ত আমাদের অপেক্ষায়

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন