রাজার সেপাই রাজার সেপাই
রাজ তিলক কপালে তাই
দ্রোহ আনলে ফুঁসছে
রাজ নির্দেশ গুলি কর
তাইতো গুলি চলছে
বুক চেঁতিয়ে তরুণ প্রান
গাইছে মুক্তির অরুণ গান
ভেসে যাবে হয়ত করুণ
রক্ত নদীর প্লাবনে
তখন লক্ষ কোটি সূর্য আবার
উঠবে হেসে গগনে
রাজার রাজ্যে ক্ষমতার মোহ
আর আমরা করি বিদ্রোহ
আমরা করি বিদ্রোহ রক্তস্নাত শ্রাবণে
যখন আকাশ ভরা প্লাবনে
বজ্র ভয়াল কন্ঠে আগুন
রক্তস্নাত বাংলাদেশে
কাঁদল ফাগুন
রংপুরের তখত আগুনে
রাজ বিদ্রোহী আম জনতা
করল একটা চুক্তি
জুলাইয়ে এলো মুক্তি
রাজার সেপাই রাজার সেপাই
আমাদের কোন মিত্যুর ভয় নাই
আমরা যখন ধরব বেশ
তোমাদের রাজা নিরুদ্দেশ

২৩৭
মন্তব্য করতে ক্লিক করুন