সুন্দরবন

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

সুন্দরবন
ইমদাদ শাহ্
গহীন অরণ্যে ঘেরা
যেন সুন্দরের এক মায়া কানন
যেখানে দুঃস্বপ্নের মত হাতছানি দেয়
শ্বাপদসংকুল পল্বব ঘন
সুন্দরবন
এলুম স্মৃতির রেখায়
স্মৃতির আঙিনা ঘেরা সুন্দরবনে
এলুম স্রোতের বেগে আর দেখলুম
যা দেখিনু আগে এই সুন্দর ভূবনে
দেখলুম জানালা ঘেঁষে মধুমক্ষীদের গুঞ্জন
স্তব্ধ বাতাসে কানাকানি
সুধা গন্ধের আলিঙ্গনে উষ্ণ অভর্থ্যনা
আর দেখলুম নিঃশব্দে চলা শিকারী বাঘের
হরিণ বধের মর্মান্তিক স্মৃতি বেদনা
কল্প নকশায় প্রসারিত গোল পাতায় ঘেরা
জালের মত বিছানো নদী ধরে এগুলুম
আমার নিঃশ্বাসের মত নিঃশব্দ স্তব্ধ
বাতাস ভারী করা সুন্দরী বৃক্ষের শ্বাসমূলেও
যেন চাপা আতঙ্কের ছাপ পেলুম
বিস্মৃতি বিজড়িত সেইসব বন্য প্রাণী
আর দম বন্ধ করা কিছু দৃশ্যে
কুমির অজগরে ভরা ভয়ার্ত ভয়াল ভরাভয়
চিন্তার বাঁকে বাঁকে বানরসহ
ছোট ছোট প্রাণীদের আত্ম চিতকারে
শিউরে উঠে লোম কূপের লোমশ প্রমোদ প্রবাল আশ্রয়
দুঃস্বপ্নের মত কেটে কেটে যাওয়া অধ্যায়গুলো যেন
আমার স্নায়ূতাড়িত মর্মরিত বিহ্বিলিত হারানো ধ্বনি
ডালপালা ও পাতার পরতে পরতে
বিভীষিকাময় বিষধরা সাপ বিচ্ছুরাও আজ যেন
নীলকণ্ঠ কোন বিভৎস রাতের আহূত স্মৃতিশকুনি
আত্মোপলব্ধ ফিরে পেতেই
বিবর্তনের বাস্তু ঘণ্টা বেজে উঠল
রোমাঞ্চ মোগ্ধ তৃষ্ণছুটে চললুম
গহীন থেকে গহীনে
আমার নাড়ি স্পন্দনের মত ঘন ঘন
পত্রব পলল পল্লব ঘনে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন