চারিদিকে সন্ত্রাস-
যুদ্ধের সাইরেন বাজছে
তরুণেরা ভারী রণসজ্জায় সাজছে
জাগরুক কন্ঠে স্লোগান স্লোগান
তরুণের রক্তে নবারুণ জয়গান
স্বৈরাচার রিদ্ধ জনরোষের শঙ্কায়
পালিয়ে যাবি নাকি দিল্লি কি লংকায়
নাকি রক্তের বন্যায়
ভাসিয়ে দিবো অন্যায়
তবে কন্ঠে আবার লাগা জোর
ফ্যাসিবাদের কবর খোড়
জন গন উল্লাস উল্লাস
উল্লাস মঞ্চে-
চৌদিকে উল্লুক সন্ত্রাস জাগছে
এখানে সন্ত্রাস কে?
এখানে মিত্যু অসংখ্য দূরদাহ স্মৃতি
রনসজ্জায় সাজছে দেয়ালে দেয়ালে গ্রাফিতি
জীবন্ত যেন দগ্ধ
রক্তে আগুন লাগছে
চারিদিকে উঠেছে হুংকার তান্ডব
রন রন রন
মিত্যুর বাজনা বাজছে ,
সাইলেন্ট !
কেউ কেউ করছে মিত্যুর পণ!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন