উত্থানে বিভোর আগামীর বাংলাদেশ

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

দিবস শিখায় জলুক রজনীর আলো
মুছে যাক অমানিশার আঁধার কালো
হে নবীন হে তরুণ তোমাদের কুহরী হানো
কিশোর মর্তে লভে বাংলার ভাস্কর ভানো
আগামীর তরীতে উথ্থান বিভোর
বর্ণালীর তোরণে তরুণ তিথী ডোর
বালুকাস্তীর্ণ তীরে শুনি সুর শারগম
অবুঝের বেদীতে আবীরে বিভ্রম
অমৃত হানিয়া ভাঙ তিমির রাত
নতুনের কেতনে উড়ুক নতুন প্রভাত
নবীনে রবে ব্যথিত সেই প্রবীণ তান
টুটিবে বাঁধা গেয়ে শীর্ণতার গান
উত্থানে বিভোর আগামীর বাংলাদেশ
তরুণের হাতে নিরাপদ জন অশেষ
কাস্তে নাঙল মশাল দাও সবার হাতে
নামুক সবে সেথা বিভোরের সাথে
উষা মেলে আজি সোনালী ভোর
সবার সনে প্রীতি সবারে ডোর
বক্ষ নাহিয়া চলুক সূরপের তরী
আমায়ও নিও সেথা অনুনয় করি
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন