মেঘনা নদী

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

খড় পরশা খড়গ মেঘনার খাড়ি-
দিগন্ত জুড়ে তার কুল্ রূপ মাধূরী
মম হৃদয়ে তার জয়ভেরী জয়ভেরী
হেরি সব হেরি তারি তটে ভেরী
আঁচলে সোপানে মধুহরে হেরী
বরিলি সুখে সখা বলিহারি বালিয়ারি
প্রভাতে রবির প্রভা তুর বুকে হেলা
ক্রঁন্দিছে নিখিল মানব এঁকি তুর খেলা
খড় খড়গ সম তুর স্রোতমালা
ভেসে গেল ভেসে গেল দুঃখিনীর ভেলা
মধুমাখা চিত্ত রাঙা জল তরঙ খেলা
ও-পাড়েতে দুঃখিনী কাঁধে একেলা
খেয়া পারাপারে -ভৌমার ভাঙা গড়ার খেলা
এমনি পাশিলি পাষাণ মোর ছেলে বেলা
কাষ্ট দুগ্ধ সম অমৃত লয়ে ফলালি ফসলে
পঙ্ক সঙ্ক রমে মুঠি ভরি ফুলে ফলে
ফিরিব ফিরিব এই কল্যাণীর তীরে
স্বর্গসুখ বহে সেথা মোর ছোট্ট নীড়ে
ফিরিব আলো মেঘের তীরে বেলা অবেলা
ঢেউয়ের তালে ডুব সাতরে উদ্বেল সুখের ভেলা
প্রমত্তা প্রবল মুখখানি তার দেখব চেয়ে চেয়ে
ও পাড়েতে ডাকবে কেবল রূপালী রেখার মেয়ে
এ পাড়েতে আধাঁর বাতি ও পাড়েতে খেয়া
দুই রঙের দুই স্রোতের মিলে চলবে দেয়া নেয়া
জাগবে জোয়ার ভাঙবে দুয়ার মিলবে অশ্রু সায়রে
ভয়াল থাবার মেঘনা তবু রাখবে আমায় ঘিরে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন