কবি ইমদাদ শাহ্

কবিতা - আমরা যে নবীন ঘাসফুল

কবি ইমদাদ শাহ্
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ প্রকৃতির কবিতা

হাওয়ার তালে নৃত্য মোদের
আমরা যে নবীন ঘাসফুল
লাল নীল আর আসমানী সবুজ
চিনতে কি মোদের কুল
চিনতে মোদের নবীন বরণ
আকাশ থেকে শিশির আর
আমাদের মাথায় তোমাদের চরন
দেখতে কি পাওনি তার
দেখতে পেলেও মারিয়ে যাও
নিষ্ঠুর কেন সে তোমাদের চরন
যে চরন নিষ্ঠুরতার করুন
নিত্য হয় তার অকারন
বাতাসের তালে তালে
নিত্য হিন্দোল তাল মাতাল
দোল দোল
প্রকৃতির শোভায় কচি নরম
আমরা যে নবীন ঘাসফুল

পরে পড়বো
২০৬
মন্তব্য করতে ক্লিক করুন