কবি ইমদাদ শাহ্

কবিতা - বাংলাদেশ যাবে কোন পথে

লেখক: কবি ইমদাদ শাহ্

বাংলাদেশ যাবে কোন পথে
কোন পথে গেলে মেলে তার মুক্তি
এখনো নৈরাজ্যের পথে হেঁটেই চলেছে
স্বাধীনতা দ্রোহী মোক্ষম সব অপশক্তি
কোন পথে গেলে ধরাধাম বাধে মূর্ত
বন্দুক তাক করে আসা অসুর শক্তি
ওদের পরাস্থ করে আবার কবে
বাংলাদেশের মেলবে মাতৃ মুক্তি
এখনো আমরা চলি অন্ধগর্ভে রাত্রির পথে
নির্লজ্জ শত্রুর শত বাধা পেরিয়ে
আসন্ন যে সংকট দেশে ঘনীভূত
দেশের সৈনিক চিরদিন সর্বত্র সেথা নিভৃত
সদ্য স্বাধীন দেশের বুকে উড়ছে পতাকা
বুকের শেষ রক্ত বিন্দু অবধি জেগে উঠে মুক্তি
কলকাঠি নাড়ছে যারা দেশটাকে করতে অশান্ত
দেশের আশা ক্ষুণ্ন করে করছে ক্লান্ত অবিরত
স্বার্থবাদী ঘৃন্য মহল এ অবুঝ দেশের সনে
খেলবে যে কঠিন খেলা ভাবছে মনে মনে
সবকিছু আবার ব্যর্থ করে
সত্য সুন্দর দেশ গড়ে শান্ত হবে জাতি
ওদের ভুলের মাশুল কি দিবে বাংলাদেশ
যারা করছে অবিরত নৈরাজ্যের পথ সৃষ্টি
ভুলে গেছে ওরা ছাত্র জনতার বুনেছে যে কৃষ্টি
বাংলাদেশকে গড়তে হবে নতুন করে
পুরাতন জরাজীর্ণ সংস্কারকে দিতে হবে মুক্তি
মানুষের অধিকার হবে মানুষের হবে অন্তর্ভুক্তি
বেঈমানদের ষড়যন্ত্রের তালাশ
বাংলাদেশকে ফেলবে নতুন নতুন সংকটে
ভাবুক হৃদয় গুনে গুনে তবু চলবে সঠিক পথে
ভেঙেছে ভাঙুক ওদের কলেবর আমরা যাচি ঐক্য
ওদের হৃদয়ের ঘৃনার পাহাড় আমাদের সেখানে সখ্য
বেদনায় কাতর হৃদয়ে দেশ প্রেম জাগে আমাদের
আমরা রয়েছি দাঁড়িয়ে ওদের নিশানার ঐ রক্ত চূড়ায়
আমরা সেখানেই বুক পাতি

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন