চব্বিশের তরুন

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

ওরা তরুণ ওরা শানিত !
ওদের বেদীতে পা ফেলে আসে নব নব উল্লাস
পদধ্বনিতে উঠে দুর্জেয় পুলকিত অভিলাষ
পাথরে ফুটে ফুল রুঠে শ্বাপদ কলি
ব্যথীত মনে তরুণ সন্তানকে দিও নাকো বলি
হউক ওদের জীবন গরিয়ান মহীয়ান
অনাগত দিনে ওদের হাতে উঠুক দেশের মনোষ্কাম
হে স্নেহভাদ্র বঙ পিতা
আজ দাও দাও দাও দিশা
কেটে যাক ঘোর নিদারুণ অমানিশা
হে স্নেহময়ী বঙ্গমাতা
আজ খুলে দাও সকল বাঁধার টুটি
কাঁধে কাঁধ মিলিয়ে ওরা বাধুক দেশ গড়ার জুটি
হে স্নেহনিধি বঙ্গভূমি
তোমার পরম মমতার হাতে
পথ দেখাও ওদের দেশ প্রেমের পথে
প্রলয় নামুক মুছে যাক গ্লানি
আজ লালিত্য হানো ক্ষুরধার বানী
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন