লক্ষ কোটি চুমু
ফাইয়াজ ইসলাম ফাহিম
লক্ষ- কোটি চুমু
অন্তরের জেলে বন্দি,
তুমি নেই তাই
করে না কারো সঙ্গে সন্ধি।
লক্ষ কোটি চুমু
অন্তরের জেলে করে হা-হুতাশ,
অন্য কারো হেমাঙ্গে
করতে চায় না বাস।
লক্ষ কোটির চুমুর ফুরিয়ে যাচ্ছে রুচি
শুধু তোমার কথায় চুমু
শত মেয়ের আশা দিয়েছি ঘুচি।
লক্ষ কোটির চুমুর জন্য বড্ড কষ্ট হয়
মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও অন্তরের জেলে করে তারা প্রলয়,
লক্ষ কোটি চুমু আছে তোমার জন্য
তুমি আসলেই অন্তরের জেল ভেঙ্গে করবে তোমায় ধন্য ধন্য...
অন্তরের জেলে বন্দি,
তুমি নেই তাই
করে না কারো সঙ্গে সন্ধি।
লক্ষ কোটি চুমু
অন্তরের জেলে করে হা-হুতাশ,
অন্য কারো হেমাঙ্গে
করতে চায় না বাস।
লক্ষ কোটির চুমুর ফুরিয়ে যাচ্ছে রুচি
শুধু তোমার কথায় চুমু
শত মেয়ের আশা দিয়েছি ঘুচি।
লক্ষ কোটির চুমুর জন্য বড্ড কষ্ট হয়
মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও অন্তরের জেলে করে তারা প্রলয়,
লক্ষ কোটি চুমু আছে তোমার জন্য
তুমি আসলেই অন্তরের জেল ভেঙ্গে করবে তোমায় ধন্য ধন্য...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন