বীরের রক্তে ভেজা মাটি।

আজও আকাশ কাঁপে, বাতাস শোনে,
‎সেদিনের সেই ক্রন্দন, চাপা গুঞ্জনে।
‎যেখানে জন্ম নিল এক নতুন ভোর,
‎সে মাটি আজও কাঁপে, কেঁপে ওঠে ঘোর।

‎​পুবের আকাশ রাঙা, রক্ত-শিমুল রঙে,
‎স্বাধীনতার গান বাজে, নতুন এক ঢঙে।
‎অকুতোভয় যত বীর, পথে নেমেছিল,
‎পরাধীনতার শৃঙ্খল যারা ভেঙেছিল।

‎​বুকের গভীরে ছিল মুক্ত স্বদেশ-পাগল,
‎ভয়কে তুচ্ছ করে ছুটেছিল অবিচল।
‎শত্রুর বুলেটে হয়নি দ্বিধা এক রতি,
‎তবুও হার মানেনি, দেয়নি নত মতি।

‎​ঝরেছিল তাজা রক্ত, উষ্ণ স্রোতের ধারা,
‎ভেসেছিল হাসি-কান্না, হারানো স্বজন যারা।
‎প্রত্যেক ফোঁটা রক্তে লেখা ইতিহাস,
‎মুক্তির মন্ত্রে মোদের জীবনের আশ্বাস।

‎​ও মাটি, তুমি আজ পবিত্র তীর্থস্থান,
‎প্রতিটি কণার মাঝে লুকানো বীরের প্রাণ।
‎তুমি সাক্ষ্য দাও, কত ত্যাগে এই দেশ,
‎পেয়েছে সূর্যের আলো, ঘুচেছে আঁধার ক্লেশ।

‎​তোমার ধূলিতে আজও পাই সেই শপথ,
‎মৃত্যুকে জয় করে যেথা বাঁচে মহৎ পথ।
‎মোদের পাথেয় হয়ে রও চিরকাল তুমি,
‎বীরের রক্তে ভেজা পুণ্য জন্মভূমি।

পরে পড়বো
৫৪
মন্তব্য করতে ক্লিক করুন