নিঃসঙ্গতার সাগর।
আমার ভেতরে একটি সাগর কাঁদে, গভীর নীল;
যার জল ছুঁতে পারে না কোনো কূল বা তিল।
সেখানে জাহাজ ডোবে না, শুধু ডোবে স্বপ্ন—
দীর্ঘশ্বাসের প্রতিটি ঢেউয়ে, একাকীত্বের জপন।
দিগন্ত জুড়ে শুধু নোনা জলের মায়া,
আমার একলা পাড়ে পড়ে আছে দীর্ঘ ছায়া।
আমি সৈকত নই, যেখানে ফেরে মানুষের ভিড়;
আমি অতলান্ত, যেখানে ভেঙে যায় সব নীড়।
নিঃশব্দে ভেসে বেড়ায় ভুলে যাওয়া সব মুখ,
তারা ফেনা হয়ে ফেরে, দেয় না কোনো সুখ।
সূর্য ওঠে, আলো দেয়, তবুও এ জল শীতল;
এ আমার নিজস্ব ‘আর্গো’, এ আমার নীরব মহল।
কেউ জানে না, এই অতলে কত শহর ঘুমায়;
কত চিঠি, কত কথা, ফিসফিসিয়ে যায়।
তারা কেবল দেখে এর স্থিরতা, এর নীল গভীরতা;
ভিতরে যে ঝড় চলে, সে জানে শুধু নীরবতা।
আমি মাছরাঙার ডাক বা কোনো মাঝির গান শুনি না;
আমার ঢেউ শুধু ফেরে— ফেরে আসে অজানা।
এই বিশালতার ভারে আমিও পাথর হয়ে গেছি;
এই নিঃসঙ্গতার সাগর— আমি নিজেই তৈরি করেছি।
কবিতা - নিঃসঙ্গতার সাগর।
মোঃ ফখরুল ইসলাম সাগর।
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
আধ্যাত্মিক কবিতা, বিরহের কবিতা
৯৫

মন্তব্য করতে ক্লিক করুন