সুইসাইড নোট।
(এই কবিতাটি কোনো আত্মহত্যার আহ্বান নয়,
এটি এক গভীর মানসিক ক্লান্তি ও একাকীত্বের প্রতীক।)
আজ মনে হয়, সব শেষ হয়ে গেছে,
বুকের ভেতর আগুন—নেভানো যায় না কেমন করে!
হাসির মুখোশে লুকিয়ে রাখা কান্না,
দুনিয়া ভাবে আমি ভালো আছি — কী ভীষণ মিথ্যে রে!
যে কষ্টের কোনো ভাষা নেই,
সেই কষ্টই আমাকে আজ পর্যন্ত টেনে এনেছে।
প্রতিটা নিঃশ্বাসে শুধু একটাই প্রশ্ন —
বাঁচব কেন, যখন বাঁচার মতো কিছুই বাকি নেই?
রাত নামে, নীরবতা চিৎকার করে ওঠে,
ভেতরটা শুন্যতার সাগরে ভাসে।
সবাই আছে, তবু আমি একা,
এই একাকীত্বই এখন আমার শেষ ঠিকানা।
তবু কোথাও দূরে, একফোঁটা আলো—
আমাকে ডাকে, “থেমো না, এখনো কালো মেঘ কাটেনি!”
কিন্তু আমি ক্লান্ত, নিঃশেষ, ভেঙে গেছি —
শুধু চাই একটু বিশ্রাম, একটু নীরব মুক্তি।
যদি কখনো কেউ মনে করে আমায়,
বলবে শুধু — “সে শান্তি চেয়েছিল।”
আমার না–ফেরা পথের ধারে দাঁড়িয়ে,
একটুখানি আলো নিভিও না…
হয়তো সেই আলোয়ই আমি এখনো আছি।

মন্তব্য করতে ক্লিক করুন