‘সাত সাগরের মাঝি’- একজন কবির প্রথম কবিতা গ্রন্থ। এই প্রথম কবিতা গ্রন্থটিই যাঁকে বাংলার কাব্যগগনে এক নক্ষত্রের মর্যাদায় আসীন করেছে। তিনি একাধারে রেনেসাঁর কবি, জাগণের কবি, ঐতিহ্যের কবি কবি। লিখেছেন একটি জাতির জাগরণের প্রত্যাশায়। তাঁর যাদুর কলমে একে একে রচিত হয়েছে মহান সব সৃষ্টি। তাঁর সকল সৃষ্টির সেরা ‘সাত সাগরের মাঝি’
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন