তুফান

ফররুখ আহমদ ফররুখ আহমদ

দুর্বার তরঙ্গ এক ব’য়ে গেল তীর-তীব্র বেগে,
বলে গেল: আমি আছি যে মুহুর্তে আমি গতিমান;
যখনি হারাই গতি সে মুহুর্তে আমি আর নাই।
– ইকবাল

সে তুফান থেমে গেছে, সাইমুমের সে দুর্ধষ পাখা-
সাহারার সূর্য-ঝড় লুপ্ত হিম-শর্বরী-অতলে,
অন্ধ, মূক আঁধারের অজগর হিংস্র ফণা তলে
দূরচারী বেদুইন-খর রশ্মি আজ মেঘে ঢাকা,
আজ মরু-বালুকাতে লুপ্ত তার বিজয়ী পতাকা,
সেই গতিহারা ঝঞ্ঝা ধূলিলীন অস্তিত্ববিহীন
দুর্ভিক্ষ মড়কে আজ গণিতেছে তার শেষ দিন
ক্ষুধার কাফনে তার সর্বগ্রাসী মৃত্যু অংগরাখা
সে বিপূল প্রাণ-বহ্নি তবু আজো মরে নাই জানি
হে বলিষ্ঠ! যদি তুমি নেমে এস এ-পথে বারেক
এই মৃত মরুতটে যদি তুমি দাঁড়াও সন্ধানী,
মানুষের এ মিছিলে দিতে পারো যদি গতিবেগ,
অনায়াসে সেই ঝড় আবার তুলিবে তারা টানি,
মৃত মাঠে দিয়ে যাবে সাহারার উদ্দাম আবেগ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন