ফারুক আহমেদ রনি

কবিতা - মিথিলার ভাবনায় প্রণয়-কথন, মুক্তবিন্যাস

লেখক: ফারুক আহমেদ রনি

ক্লান্ত সময়, ভাটার টানে বার্থ যখন উদাসপ্রান
ঠিক তখনি, ইচ্ছে করে জিইয়ে রাখি স্বপ্নটাকে
তোমার বুকের গভীরজলে…।
যখন আমি ভীষণ রকম কষ্টে থাকি
পাঁজর ভাঙা শূন্যরাতে ইচ্ছেকরে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকি
পশমি সুতোর মিহিনবুনন তোমার বুকের উষ্ণব্রায়ের
প্রান্ত-কোমল।
হা-হতাশার ক্লিষ্টরীতি নিঃশ্বাস যখন বিবশপ্রায়
ঠিক তখনি, ইচ্ছে করে মোনালিসা ঠোঁটের ভেতর
ঠোঁটটা আমার যত্নেপুষে জিইয়ে রাখি।
প্রণয় বিহীন নীলগিরিতে একাই যাপন, ক্যামনে কাটে?
হরহামেশা তোমার মাঝে ব্যর্থ প্রয়াস,
তবুওতো সুখবিলাসে ভাবনাজুড়ে,
ঘামের শরীর অষ্ঠর্প্ৰহৰ।
সামনে পিছে আর কিছু নেই, সর্বনাশে ভ্রান্তবাস;
এক জীবনে হয়না কিছু, অর্ধশতক নিলাম গেছে
তারপরেও যখন তখন তোমার মাঝে
হারিয়ে যেতে একবৃন্তে, অভিসারের চাঁদনী রাত।
অনাদরে নষ্টস্মৃতি ভাঙা কাঁচের আরশিজুড়ে নগ্নছবি
তারপরেও যখন তখন তোমার মাঝে
হারিয়ে যেতে অভিসারে কামমোহন,
একনিঃশ্বাসে আমরা হবো ব্যস্ত যুগলপ্রাণ।
নিঃস্ব এখন, আধারজুড়ে আমি যেন বিমূর্ত এক প্রেতচ্ছায়া
বুকের মাঝে লালন করি, জোয়ার ভাটায় বিষণ্ণতায়
তোমার নামের উজান পথের চঞ্চলা এক গভীর নদী
এপার অপার ডুব সাতারে ইচ্ছেস্বাধীন পাড়ি
সব বসন্তে তুমিই কেবল চিত্তহরণ,
নানানরঙ্গে ভিন্ন-বাসে আকাশ কুসুম
নেতিয়ে থাকা বুনো ঘাসের অজানা এক মাটিরফুল।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন