টাপুর টুপুর বৃষ্টি
শহরটা কত ব্যাস্ত ,
বেশে লাগছে তাকে টাপুর টুপুর বৃষ্টি ভিজে,
আজ বোধহয় মল্লিক ঘাটকে ভেজায় নি।
হালুদ ভোরে
আজ বোধহয় ঝাঁক বেঁধে ওড়ে নি পায়রা গুলো,
তবুও তো থামলো না তোমাদের গল্প গুলো।
কখনো কখনো কিছু স্বপ্ন মরে , গোপনে এ শহরে ,
কেউ হিসেবে রাখে না,…..
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন