টাপুর টুপুর বৃষ্টি

মানব মন্ডল মানব মন্ডল

টাপুর টুপুর বৃষ্টি

শহরটা কত ব্যাস্ত ,
বেশে লাগছে তাকে টাপুর টুপুর বৃষ্টি ভিজে,
আজ বোধহয় মল্লিক ঘাটকে ভেজায় নি।
হালুদ ভোরে
আজ বোধহয় ঝাঁক বেঁধে ওড়ে নি পায়রা গুলো,
তবুও তো থামলো না তোমাদের গল্প গুলো।
কখনো কখনো কিছু স্বপ্ন মরে , গোপনে এ শহরে ,
কেউ হিসেবে রাখে না,.....
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন