কেউ নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছে মানে সে একা থাকতে শিখে গেছে। একা থাকার মাঝে এক গভীর পরিতৃপ্তি আছে। মাঝে মাঝে আকাশের চাঁদ হতে হয়,সবার ধরাছোঁয়ার বাহিরে। বন্ধুত্ব,প্রেম,আপনজন সব রকমের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে হয়। এতে নিশ্চয় এই বিশাল পৃথিবীর আবর্তনের গতিতে কিংবা পৃথিবী সঞ্চালনায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। প্রকৃতি কারোর অনুপস্থিতিতে তার শুন্যতা অনুভব করবেনা,সূর্য আলো দেওয়া বন্ধ করবেনা,বাতাশ বইতে বইতে থমকে যাবে না,গাছেরা শুকনো পাতা ঝরিয়ে নতুন শাখা গজানো বন্ধ করবেনা। সময়ের চাকা থেমে যাবে না। সবই চলবে যে যার নির্দিষ্টি গতিপথে। তাই,যেখানে অনিরাপত্তা,মনের ভেতর দিধা,সম্মান হারানোর ভয় কিংবা অস্বস্তি তৈরীর কারণ থাকে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বরং একা থাকাটাই শ্রেয়।
এটাও একপ্রকার আত্মরক্ষা এবং সময় সাপেক্ষে প্রতিশোধও।
সৃষ্টিকর্তার একত্ববাদ এর তত্বটা যখন তোমার মনে প্রভাব বিস্তার করবে,একাকিত্বই তখন হয়ে উঠবে তোমার শক্তিশালী অস্ত্র।
এ অস্ত্র তোমাকে দূর্বল করবে না,অন্য কোনো ব্যাক্তি বিশেষের কাছে মাথা নত হতে দিবে না,কারোর দেওয়া মানসিক যন্ত্রণা কিংবা আঘাত তোমায় কাবু করতে পারবে না। এ অস্ত্র তোমাকে দেবে দৃঢ় আত্মবিশ্বাস,শুষে নেবে তোমার সমস্ত কান্নার শেষ অশ্রুবিন্দু।
জীবনে জন্ম-মৃত্য,কষ্ট-যন্ত্রনা,বিরহ-বিচ্ছেদ থাকলেও কখনো জন্মাবেনা পিছুটান। তাই, কিছু সময় একান্ত নিজের জন্য,নিজের মত করে,নিজেকে উৎসর্গ করে একাকিত্বে এবং উপভোগ করে কাটানো উচিত। এতে নিজেকে গভীর ভাবে জানতে ও বুঝতে সহজ হয়। কেউ সহজে তোমায় নিজের কন্ট্রোলে নিতে পারবে না। নিয়ন্ত্রণে থাকবে আবেগ,ভয়,লালসা এবং ভালোবাসা।
এক কথায় বলতে গেলে- একাকিত্বই জীবনের আসল স্বাধীনতা।
~ হা বী ব

মন্তব্য করতে ক্লিক করুন