বারো মাসে হাবীব এর অনুকাব্যের প্রথম মাস তথা জানুয়ারি মাসের কবিতাগুলো-
#
১.
বদলে গেলো ক্যালেন্ডার,নতুন-বর্ষবরণ..
স্মৃতিতে দুঃখ গুলো হয়ে যাক্-হরণ!
নতুন করে আশা জাগাও,বাড়াও-ইচ্ছা,
বছরের প্রথম দিনে,New Year-শুভেচ্ছা… -(১/১/২০২৪)
#
২.
এমনি করেই সাল পাল্টে,
দিনে রোদ,রাতে ঝড়!
আমরাও শুধু বাহিরেই হাসি
ভেতরটা কষ্টের গুদাম ঘর। -(১/১/২০২২)
#
৩.
দেহের শুরু সবার একই রকম
মায়ের সুরক্ষিত জঠরে,
দেহের বিনাষ ও একই রকম
চিতায় অথবা কবরে! -(১/১/২০২২)
#
৪.
কুয়াশা ঘেরা সকাল,শিশির ভেজা ঘাস,হালকা রোদের হাসি
পাখিদের গুজন,ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে গল্পেতে ভাসি..
-(২/১/২০২৩)
#
৫.
নিতে হলে কমদামী কিছু নয়,
শুধুই তোমায় নেবো-
চাও যদি তবে অন্যকিছু নয়,
আমাকেই সপে দিবো… -(৩/১/২০২২)
#
৬.
সকলেই হয়ে ওঠে পর্দাশীল,মোটা পোশাকে খোঁজে উষ্ণতা,
শীতের চেয়ে সুন্দর আর অন্য ঋতু না,যদি সঙ্গে থাকে চা…
-(৩/১/২০২৫)
#
৭.
এই ছেলেটা ভীষণ বোকা,ভাবতে ও লিখতে ভালোবাসে,
এই ছেলেটা কষ্ট লুকিয়ে,প্রয়োজনের চেয়েও বেশি হাসে।
-(২/১/২০২৫)
#
৮.
জরিয়ে ধরে কেউ বোঝাক আমায়,আমার গুরুত্ব!
এক নিমিষেই মিটিয়ে ফেলুক বুকের,গভীর দূরত্ব…
-(৪/১/২০২০)
#
৯.
খুলে যায় কিছু ছদ্মবেশ!!
যখন স্বার্থ হয়ে যায় শেষ… -(৫/১/২০২১)
#
১০.
খুচরো গল্প করছি জমা,
খুঁজছি আধুলি!
স্বপ্নের রং সাদা-কালো তাই,
ছুইনি রংতুলি… -(৫/১/২০২০)
#
১১.
দিনপঞ্জি দিলাম তোমায়,দিনটা বেছে নিয়ো,
ভালোবাসা নয়তো ঘৃণা,সময় বুঝেই দিয়ো…
-(৫/১/২০২২)
#
১২.
সব গল্পই শেষ হয় লিখে রাখা ইতি,
মনে তবু জমা থাকে পুরোনো সব স্মৃতি!
-(৬/১/২০২২)
#
১৩.
কাটিয়েছি সব শোক,বুকের পাঁজর পুঁড়ে,
বুঝেছি তোমার কাছে নই ততটাও দামি!
ভুলে গিয়েছি যত স্মৃতি সব,ভালো থেকো দূরে,
ভালো থাকার অভিনয়ে ঠিক জিতে যাবো আমি… -(৭/১/২০২১)
#
১৪.
গল্পটা হতো ভিন্ন রকম,ঘটতো অন্য কিছু,
বিদায় বেলায় তুমি যদি ডাকতে আমায় পিছু! -(৭/১/২০২২)
#
১৫.
অনেক রকম স্মৃতির ভীড়
বিনিদ্র রাতের অন্ধকারে,
যে মানুষটা দুঃখ চেনায়-
তাকে কি মন ভুলতে পারে? -(৮/১/২০২২)
#
১৬.
কতটা তোমায় ভালোবাসি
বলছি শোনো সেই কথাটা,
মাপক যন্ত্রে মাপতে নিলে-
নির্ঘাত,ভাংতো কাঁটাটা! -(৮/১/২০২২)
#
১৭.
ঘড়ির কাঁটা ঘুরছে যখন,বদলে যাবে সময়!
দুঃখ কিংবা সুখ কখনো,চিরস্হায়ী নয়… -(৮/১/২০২০)
#
১৮.
কাছাকাছি থেকেও আমরা,দীর্ঘ দুরত্বে পরস্পর,
যেমনটা বছরের দূরত্ব,জানুয়ারী আর ডিসেম্বর! -(৮/১/২০১৯)
#
১৯.
অস্তিত্বই যার আঘাতে ভরা
তবু হাসতে দেখো যারে,
আঘাতের কি সাধ্য তাকে
আঘাত দিতে পারে? -(৯/১/২০২২)
#
২০.
বিশ্বজোরা শুন্যতা মোর
সবার আমি ভাইয়া,
এতোদিন ধরে সিঙ্গেল আছি
কেউ দেখে না চাইয়া! -(৯/১/২০২০)
#
২১.
ক্ষমতার বড়াই শেষ হয়ে যাবে,যেদিন দেহে থাকবেনা প্রাণ,
তাই,সময় থাকতেই নেকি কামাও,পাপ থেকে হও সাবধান!
-(৩/১/২০২৫)
#
২২.
ছোট্র বনু হাফসা,
ভেংচি কেটেছে কালকি-
দেখতে খুব ছোট হলেও
বাব্বাহ!মরিচের ঝাল কি! -(১০/১/২০২০)
#
২৩.
চাইনা আমি স্বর্ণ মহল
ভালোবাসি প্রাচীন কুড়ে,
থাকতে দিস শুধু আমায়
ছোট্র তোর হৃদয়জুরে -(১০/১/২০২২)
#
২৪.
আমার দুই চোখের নদীর,কেউ নিয়েছে পানি
কারোর কাছে ইচ্ছে মানে,অশ্রু জলের হাতছানি…
দিনের শেষে মানুষ সবাই,কেউ তো কারোর নয়
হাসির মাঝে দুঃখ লুকানোই,সবচেয়ে বড় জয়…!!! -(১০/১/২০১৯)
#
২৫.
এগিয়ে চলো সামনের দিকে,কাটিয়ে ভয়-ভীতি,
কান্না,হাসি নিয়েই জীবন,বাঁচাটায় যুদ্ধ নীতি। -(১১/১/২০২২)
#
২৬.
আমাকে শুধু \”একটা অক্ষর\” দিয়ো
আমি তোমার জন্য কবিতা লিখবো,
আমাকে শুধু \”একটা তুমি\” দিয়ো
আমি নিজেই কবিতা হয়ে যাবো… -(১১/১/২০২১)
#
২৭.
তোমার দীঘল চুলে বইছে নদী
ভরা জোয়ার বারোমাস,
কাজল চোখে তাকাও আরেকটি বার
আমার ঘটুক সর্বনাশ! -(১২/১/২০২২)
#
২৮.
রান্না ঘরের কোথাও কি,নাম লেখা আছে কারো?
তবু,কাজ নিয়ে নারী-পুরুষ,কেনো বিচার করো?
মা-বোন যদি বাসায় না থাকে,ক্ষুধাতে কি করবে কান্না?
দেখিয়ে দাও,তুমিও পারো- \”নানান স্বাদের রান্না…\” -(১২/১/২০২১)
#
২৯.
কুয়াশায় মোড়া ব্যাস্ত শহর,
টুংটাং চায়ের কাপ!
ভুলের মাসূল দিচ্ছে প্রেমিক,
তার বিভ্রান্ত সংলাপ… -(১২/১/২০২০)
#
৩০.
ঝলমলে আলোই ভুলে যেও-
আধারের মাঝের মন খারাপের খবর,
ভুলে যেও দুঃখ-জরা,ক্লান্তি-বিস্বাদ
পুরে ফেলা আগরবাতি,তার নিষিদ্ধ কবর… -(১৩/১/২০২১)
#
৩১.
হৃদয় জুরে চাঁদের মতই দগদগে সব ক্ষত!
রাতের বেলায় জেগে ওঠে,কান্না আছে যত। -(১৩/১/২০২২)
#
৩২.
ব্যাথার পাহার বুকে জমিয়ে
নয়ন ভিজে যায় জলে,
আয়নার সামনে দারালে সেও
প্রতিশোধ নিতেই বলে… -(১৩/১/২০২১)
#
৩৩.
মাঝে মাঝে ইচ্ছে করে
তোমার চোখের ভাষা লেখতে,
সময় আমার থমকে গেছে
শুধু তোমায় দেখতে দেখতে… -(১৩/১/২০২৩)
#
৩৪.
জীবনে যখন ঝড় বয়ে যায়
ছিন্নভিন্ন হয় মন,
ঠিক তখনিই চেনা সম্ভব
কারা আপনজন। -(১৪/১/২০২২)
#
৩৫.
কুয়াশার চাদরে,মমতা ও আদরে,
লুকিয়ে থাকে প্রকৃতি!
হলুদ খাতা,বুকে কলমের আচড়ে
জমিয়ে রাখে স্মৃতি… -(১৪/১/২০২০)
#
৩৬.
পাশাপাশি থেকেও পায়নি নাগাল
আজব মনের খেয়াল,
দুটি মানুষ আজ দুই দিকে গেছে
মনেও অদৃশ্য দেয়াল! -(১৫/১/২০২৩)
#
৩৭.
ডুবে যাওয়া বড্ড সহজ-
তাই,জেতার জন্যই ভাসছি,
আপনজন গুলোই ভাসিয়েছে আমায়
তাই,জল আঁকড়েই কাঁদছি! -(১৫/১/২০২২)
#
৩৮.
মায়ের মতো আপন আর পৃথিবীতে
কেউ কি আছে?
আমরা সবাই ঋণগ্রস্থ,সবাই ঋণি
মায়ের কাছে… -(১৫/১/২০২০)
#
৩৯.
বিশ্বাস!!
সে তো,বেঁচে থাকার আশ্বাস…
এর কারণেই চলে
শ্বাস-প্রশ্বাস! -(১৫/১/২০২০)
#
৪০.
বরফ শীতল আমার হৃদয়,
বেশি কিছুর আশা রাখিনা কোনো!
তাই,যদি আসো আমার হৃদয়ে,
তোমার হৃদয়ের উষ্ণতা এনো। -(১৫/১/২০১৯)
#
৪১.
অন্যের কথা শুনতে গিয়ে,আহত হৃদয় কথার তীরে,
নিজের কথা গুলোই চাপা পড়ে,নানান কথার ভীড়ে!
-(১৫/১/২০১৯)
#
৪২.
যে সব ক্ষত যন্ত্রণা দেয়
ভেতর ঘরেই যার বাস,
সে সব ক্ষত লুকিয়ে রাখাটা
আমাদের আজন্ম অভ্যাস! -(১৬/১/২০২২)
#
৪৩.
এ মনের মরুভূতিতে-
আর প্রেমের পদ্ম ফোটেনা,
হারিয়ে গেলে সবকিছু-
আর হারানোর ভয়টা থাকেনা… -(১৭/১/২০২১)
#
৪৪.
পাবোনা জেনেও মনের ভেতর,জাগিয়ে রাখি আশা,
কি নাম দিবি? প্রেম? মোহ?নাকি এটাই ভালোবাসা?
-(১৭/১/২০১৯)
#
৪৫.
সংকোচ,ভয় দুরে সরিয়ে-
যদি চুুমু আঁকো ঠোঁটে!
বখাটে প্রকৃতির ছেলেও তখন
বাধ্য হয়ে ওঠে… -(১৮/১/২০২২)
#
৪৬.
অনেকবার তোমার সাথে যুদ্ধ করেও
জিততে পারিনি শেষে,
তোমার চোখটাই ছিলো ধারালো অস্ত্র
আমি মরেছি ভালোবেসে… -(১৮/১/২০২১)
#
৪৭.
নামাজ জিকিরে সদা সর্বদা আল্লাহর
ইবাদাতে থেকো সবাই।
জীবনে আর পাবে কিনা এই দিনগুলো
কোনো নিশ্চয়তা নাই! -(১৮/১/২০১৯)
#
৪৮.
ইচ্ছে করে সকাল-সন্ধ্যাতে তোমার চায়ের কাপ হয়ে যাই,
আর কিছু দাও বা না দাও,দু বেলা ঠোঁটের স্পর্শ যেন পাই!
-(১৮/১/২০১৯)
#
৪৯.
বন্ধু হয়ে সামলে নিয়ো
পাশে থেকে রাত্রিদিন,
মন খারাপে হইয়ো আমার
হাসি ছড়ানোর মেডিসিন! -(১৯/১/২০২২)
#
৫০.
ছোট্ট আশা আঁকড়ে মানুষ
ভালোবাসায় বুক বাঁধে,
হারিয়ে ফেলেও কিছু মানুষ
পাওয়ার জন্য কাঁদে! -(১৯/১/২০১৯)
#
৫১.
ভুলে যেও সব মনখারাপি
কান্না আছে যত,
হাসতে থাকো ঝলমলিয়ে
মিষ্টি রোদের মতো… -(১৯/১/২০১৯)
#
৫২.
নতুন ভাবে শুরু করো অতীত করো শেষ,
মনের ভেতর পুষে রেখোনা মন খারাপির রেশ! -(২০/১/২০২২)
#
৫৩.
চাওয়া মাত্রই যদি পাওয়া যেত,তবে অপেক্ষার কি মুল্য বল!
যদি পারতাম,তবে কাঁদার আগেই,আটকে দিতাম তোর চোখের জল! -(২০/১/২০২৩)
#
৫৪.
সবাই বলে পাশে আছি,পাশে থাকে ক\’জন?
সময় শেষে মুখোশ খোলে স্বার্থ প্রেমি স্বজন! -(২১/১/২০২২)
#
৫৫.
কান্না পেলে জরিয়ে ধরে মুছে দিয়ো তার চোখ,
যার জীবনটা তোমায় ছাড়া ফাঁকা,শুন্য,বিষাত্বক! -(২১/১/২০১৯)
#
৫৬.
বাহিরে খুঁজলে পাবেনা তাকে,হৃদয়েই সে থাকে,
কাছে এলে মন\’ই চিনিয়ে দেবে,ভালোবাসো যাকে! -(২১/১/২০১৯)
#
৫৭.
যার জন্য করবি চুরি,সে ই বলবে চোর,
তার কোনো দোষ নেই,সব দোষই তোর! -(২১/১/২০২৫)
#
৫৮.
বিষও পান করতে পারি,শরবত এর মতো,
তুমিই যদি হও সে বিষ,আমার বুকের ক্ষত! -(২১/১/২০২৫)
#
৫৯.
ঝড়কে এখন ভয় করিনা,দুঃখও ছাড়েনা পিছু,
হারাতে হারাতে নিঃস্ব এখন,নাই হারানোর কিছু! -(১৯/১/২০২৫)
#
৬০.
কালো শুধুই কলঙ্কের রং নয়,আবার সব স্পর্শ নয় নোংরামি,
জেনো,কোমায় থাকা রোগীর কাছে,একটু স্পর্শও অনেক দামী!
-(১৯/১/২০২৫)
#
৬১.
মসজিদের মাইকে মাঝে মাঝেই শুনি,অন্যের মৃত্যুর খবর,
না জানি কোথাকার মাটি অপেক্ষায় আছে,হইতে আমার কবর!
-(১৯/১/২০২৫)
#
৬২.
ভেঙ্গে ফেলা অনেক সহজ,জুরতে সময় লাগে,
যতই লাগাও আঠার প্রলেপ,ভাঙ্গনের দাগ থাকে! -(১৮/১/২০২৫)
#
৬৩.
হাজারো রকম আঘাত নিয়েও,মানুষ থাকে বেঁচে,
যন্ত্রণার মাঝেও সুখ খোঁজে,দুঃখ সেঁচে সেঁচে! -(১৮/১/২০২৫)
#
৬৪.
খুব বেশি পার্থক্য নেই,লোক সমাজ আর আয়নাতে-
দু দলই দেখে বাহিরের রূপ,
নিজের মানুষ চিনতে সহজ,আবদার আর বায়নাতে-
হঠাৎ যখন হয়ে যাও চুপ! -(১৭/১/২০২৫)
#
৬৫.
তোমার ধ্বংস নিয়েই সে এসেছিলো কাছে,শুধুই তার প্রয়োজনে,
তুমিই পাগল,ডুবেছিলে আবেগে আর ভালোবাসার আয়োজনে…
-(১৫/১/২০২৫)
#
৬৬.
অগ্নিদগ্ধে পুড়লে তবেই,স্বর্ণ হয়ে ওঠে শুদ্ধ,
কষ্টে পুড়ে মানুষও খাটি,এটাই জীবন যুদ্ধ! -(১৫/১/২০২৫)
#
৬৭.
ভালোবেসে খুব যত্ন করে
বুকে আগলাতে চায় যারা,
ভেতরটা তাদের ছাড়খার হয়
যন্ত্রনা পুষে তারাই সর্বহারা! -(২২/১/২০২২)
#
৬৮.
তোমাকে পাই নতুন বইয়ের গন্ধে-
ভালোবাসো নাকি ঘৃণা করো,সেই দ্বিধা-দন্দে!
তোমাকে পাই সকাল-বিকেল চা\’য়ে-
তোমার আদর নাকি আঘাতের স্পর্শ আমার গায়ে?
-(২২/১/২০২৫)
#
৬৯.
সম্পর্কগুলোও পুরাতন হয়,ফেলে দেওয়া টিস্যুর মত,
সময়ের স্রোতে পর হয়ে যায়,প্রিয়জন আর বন্ধু যত!
-(২১/১/২০২৫)
#
৭০.
আষ্টে পৃষ্টে জর্জরিত যাদের
স্মৃতি ভর্তি জমানো শোক!
নির্ঘুম তাদের চোখ গুলোর
অশ্রু পোষা বন্ধ হোক… -(২৩/১/২০২২)
#
৭১.
যাকে তুমি আঘাত করো,
কষ্ট লাগে তারও,
বুক ভরা আশা দিয়ে,
হাত ছেড়োনা কারো… -(২৩/১/২০২১)
#
৭২.
সবাই ছেড়ে যাবার পরেও
শুধু তুমি আমার থেকো
ভীষণ ঝড়ে পাখিদের মতো
ডানায় আগলে রেখো… -(২৩/১/২০২১)
#
৭৩.
ভুলে যাওয়ার পথটা সোজা,ভুলছে সবাই রোজ,
শহর পেলে কেউ রাখেনা গাও গেরামের খোঁজ… -(২২/১/২০২৩)
#
৭৪.
লড়াই এবার বড্ড কঠিন
সতর্ক থাকিস শক্ত হাতে
জেতা অতটা সহজ নয়রে-
যুদ্ধ যে তোর নিজের সাথে। -(২৪/১/২০২২)
#
৭৫.
আঙ্গুল দিয়েই দেখিয়ে দিয়ো
থেকে সত্যের পক্ষে,
কারণ,মানুষ বেশি বিশ্বাস করে
কানের চেয়েও চোখকে… -(২৪/১/২০২১)
#
৭৬.
শেষের থেকেই নতুন শুরু,শুরু থেকে শেষ হয়,
এটুকু সময়েই ভাঙ্গা-গড়া,জীবনে সুখ-দুঃখের ভয়! -(২৫/১/২০২৪)
#
৭৭.
তোমার শহর সুখের আলোয়
অথৈই হাসির রেশ,
আমার শহর আঘাত পুঁষে
দুঃখের মহাদেশ… -(২৫/১/২০২২)
#
৭৮.
যোগাযোগটা না হয় বন্ধ এখন আর-
নাইবা কাছে এলে,
আচ্ছা,আমার কথা কি পড়েনা মনে!
দু\’একটা বিষম খেলে? -(২৫/১/২০২১)
#
৭৯.
পুরোনো চিঠি পুরোনো খামে
লিখেছি প্রেম তোমার নামে…
সাজাবো তোমায় মনের সাজে
ইচ্ছে গুলো এখন ডাইরির ভাজে!! -(২৬/১/২০১৯)
#
৮০.
সুশিক্ষা,সততা,পরউপকারিতা হোক সবার আপন,
অহংকার,হিংসা,রাগ,লালসা এ সবের হোক দাফন…
-(২৬/১/২০২১)
#
৮১.
সহ্য করবো সকল ব্যাথা
যত পারো আঘাত দিয়ো,
কান্না পেলে কাঁধটা আমার
কাঁদার জন্য ধার নিয়ো… -(২৬/১/২০২১)
#
৮২.
জীবনটা কষ্টের সাগর
চোখরের জলের ঢেউ!
পাহাড়কে ভালোবেসে
ঝর্ণা পোষে কেউ… -(২৭/১/২০২১)
#
৮৩.
-কেনো এমন কঠোর তুমি?
কোমল হৃদয় নয়,
-কঠিন হতে বড়সড় একটা
আঘাত পেতে হয়… -(২৭/১/২০২১)
#
৮৪.
উত্তম চরিত্র আর সুন্দর ব্যাবহারই মানুষের আসল পরিচয়,
উচ্চশিক্ষার সার্টফিকেটও মুল্যহীন,যদি আচরণ ভালো না হয়।
-(২০/১/২০২০)
#
৮৫.
যত দূরেই যাওনা কেনো,যতই যাও আমায় ভুলে!
রয়েছি মিশে আমি তোমার ভ্রমর চোখের কাজলে…
-(২৭/১/২০২১)
#
৮৬.
তোমার ছিল অজুহাত,ছেড়ে যাবার ভীষণ তাড়া,
সব সুখ তোমার হোক,আমার থাকুক শ্রাবণধারা!
-(২৭/১/২০২১)
#
৮৭.
যদি রুক্ষ হও,তবে রক্ষা পাবে
নরম পেলে সবাই আঁচড়ে যাবে,
শুধু- কথা,কাজ,আচরনে সহজ হও
তবে স্বরণে রেখো \”তুমি সহজলভ্য নও\” -(২৭/১/২০২১)
#
৮৮.
ইতিহাস বদলে গেছে,বিশ্বাস ভাঙ্গার কাহিনী
হৃদয়টাকে টুকরো করে,হারিয়ে গেছে রানী,
মনের সাথে যুদ্ধ করে,ভীষণ ক্লান্ত রাজা
নিজেকে তাই দিয়েছে,আজীবন গৃহবন্দীর সাজা!
-(২৭/১/২০২১)
#
৮৯.
সেই সে কবেই জীবন্তলাশ,বৃথা নাটক পোস্টমর্টেম
চিরুনি তল্লাশিতেও হৃদয়ে আর,খুঁজে পাবেনা প্রেম।
-(২৭/১/২০২১)
#
৯০.
আমার বিষাক্ত শহর কেমন
অগুছালো আর ঘুণধরা,
যত আয়োজনই হোক সামনে
আনন্দটা আমার মনমরা! -(২৮/১/২০২২)
#
৯১.
প্রয়োজনের সময় মিষ্টি মিষ্টি কথা,
আর নিন্দা যারা করে আড়ালে?
সাহায্য আবারও চাইতে এলেই
চড় লাগিয়ো তাদের গালেই… -(২৮/১/২০২১)
#
৯২.
হারতে হারতে ঠিক একদিন জিতে যাবে তুমি প্রিয়,
শুধু প্রতিটা হারকে একেকটা করে শিক্ষা ভেবে নিয়ো…
-(২৯/১/২০২১)
#
৯৩.
এই পৃথিবীর মানুষ চেনা সত্যিই বড় দায়-
বিপদে কেউ পাশে থাকে,কেউবা বিপদ বাড়ায়
একজনে আঘাত করে,অন্যজন তা সারায়…
-(২৯/১/২০২১)
#
৯৪.
রংহীন এই আমাকে রঙ্গিন করে নিয়ন আলো,
বুকের ক্ষত আড়াল করে যেমন আছি ভালো…
-(২৯/১/২০২৩)
#
৯৫.
খুঁজে দেখো পৃথিবীতে,এখনো কিছু মানুষের কাছে,
জগতের সব ভালোবাসা,তাদের বুকে জমানো আছে!
-(২৯/১/২০২৪)
#
৯৬.
শুন্যতা জাগে নিঝুম রাতে,চিনচিনে ব্যাথারা হয় স্পষ্ট!
আমি হাসি দিয়েই জয় করি,এক সাম্রাজ্য কষ্ট।
-(২৯/১/২০২৪)
#
৯৭.
যেনে রেখো,সেই মনের মানুষ-
মন খারাপি যে বুঝতে পারে!
হাজারো ব্যাস্ততায় খোঁজ রাখে যে
দূরে ঠেলোনা কখনো তারে… -(৩১/১/২০২২)
#
৯৮.
স্মৃতিগুলো আড়াল করে কষ্ট মনে চেপে,
একটু একটু করে লেখক- নিজের ব্যাথায় লেখে…
-(৩০/১/২০২১)
#
৯৯.
মনুষ্যত্বহীন মানুষ গুলো,বড্ড ভয়ংকর,
আপনজনও সুযোগ পেলে,হয় স্বার্থপর! (২২/১/২০২৫)
#
১০০.
কিছু কিছু মানুষের কাছে,জীবনটা যুদ্ধ! মরুর বালি চর,
কিছু মানুষ আজন্ম যাযাবর,কপালে জোটেনা সুখের ঘর!
(২৪/১/২০২৫)
🌸🌸🌸

মন্তব্য করতে ক্লিক করুন