হাবীব

কবিতা - তোমার নেশা

হাবীব
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

অন্য কোনো নেশার প্রতি,তোমার মত এত টান ছিলো না-
হঠাৎ করেই আমায় মুগ্ধ করবে,এমন সুরেলা গান ছিল না।
এক পলকেই হৃদয় চিঁড়বে,এমন তীক্ষ্ণ কোনো শান ছিল না।
তোমার মনের মত,এমন কোমল,শ্রেষ্ঠ কোনো দান ছিলো না।

এই যে তোমার নিরবতা গুলো,অস্ত্র হয়ে ঘায়েল করে-
হৃদয়ের সব ভীতগুলো তখন,নরবরে হয় তুফান ঝরে!
মধুর কন্ঠের চেয়ে কি আর,অন্য কোনো ধোঁকা ছিল না?
তোমার মায়ায় পড়েছে যে,আসলে সে তো বোকা ছিল না।

তোমায় ছাড়া,কবিতারা,ছন্দ হারা,প্রান্তে কোনো মিল ছিল না-
কারণ,তোমার চোখের মত এমন,গভীর কোনো ঝিল ছিল না।
তোমার মতো ঠোঁটের কোণায়,অন্য কারোর তিল ছিলো না,
অন্য কারোর প্রতি আমার,তোমার মতো এত ফিল ছিল না।

এই যে তোমার ভাবনা গুলো,আমায় ভীষণ ব্যাস্ত করে-
একটা নজর দেখার আশায়,অশান্ত এ দিল ভবঘুরে।
আমায় ঘরে ফিরিয়ে দেবার,এমন কোনো ডিল ছিল না,
তোমার জন্য,আমার মনে,কোনো দিনই খিল ছিল না।

অন্য কারোর হাসির মাঝে,তোমার মত ফাগুন ছিল না-
বিরহের চেয়ে কঠিন এমন,অন্য কোনো আগুন ছিল না।
তোমার মতো শাসাবে আমায়,এমন কোনো চোখ ছিল না,
শুধু ইশারাতেই নাচাবে আমায়,এমন কোনো নখ ছিল না।

অন্য কারোর রুপে এমন,তোমার মতো এত মায়া ছিল না-
অভদ্র ছেলের মতই আমার,তোমার জন্য হায়া ছিল না।
তোমার মতো ঠোঁটের কোণায়,অন্য কারোর তিল ছিলো না,
অন্য কারোর প্রতি আমার,তোমার মতো,এত ফিল ছিল না।

~ হা বী ব

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন