বাংলা বিপ্লব ২০২৪

হাসান জামান হাসান জামান

ঘাতক জানে না তার আমল নামা
যদিও প্রত্যহ উপহার আনে কিছু ভৃত্য
ফুলের তোড়ায় সহি জংগী নামা
জলসা ঘরে ময়ূরী পেখম মেলে করে আনন্দ নৃত্য।

আরো কিছু চাই তরতাজা তরুণের লাশ
সাজাও আয়না ঘর খুন গুম কংকালে
বেয়ারা পাঠাও খবর তারা যেন আর না ফিরে সকালে
মনে রেখো এ আমার বাবার তালুক
তোমরা থাকো ঘিরে চারপাশ গৃহপালিত কৃতদাস!

অন্ধের দেশে কালো চশমায় আধো আলো ছায়া
দুর্গের ভেতরে বাইরে কলতান আনন্দ ধারা
বিপ্লবীরা বৃদ্ধ এখন ঘুমিয়ে গাঁও নগর পাড়া
সুশীল মোসাহেব যত অতিশয় ভীতু দেশের চেয়ে
জীবনের প্রতি ওদের কি ভীষন মায়া!

বিলবোর্ডে উন্নয়নের সুন্দরী কিশোরী নাচে
অপ্রতিরোধ্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেশ
আগামী বসন্তে দারিদ্র উড়াল দেবে থাকবেনা ক্লেশ
গাঁয়ের জরিনা হবে কারিনা ঝুলবে আঙ্গুর গাছে গাছে!

দিনকাল চলছিল বেশ চায়ের দোকানে ফুটপাতে
বাকরুদ্ধ গণতন্ত্র! বধির শোনে চেতনার প্রভাত ফেরী
হঠাৎ কোথায় যেন হলো বজ্রপাত ! বুঝতে হলো দেরী
ঘাতক জানে তার কি অপরাধ! আমল নামা হাতে অলক্ষ্যে আকাশে উড়ে! মোহনীয় ময়ূর সিংহাসন
নিমিষে ভেসে গেল জলের প্রপাতে !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন