বিজয়ের চব্বিশে (১)
হাসান জামান
কিছু কিছু দুর্জন বিদ্বান বিষাদে নিমগ্ন ভীষণ
অপ্রত্যাশিত লড়াইয়ে পরাজিত ব্যর্থ মিশন!
বাঁচতে চায় ডুবে যাওয়া বর্গী সেনা খড়কুটো ধরে
গান্ধীর অহিংস নীতি গায় উদ্ধত মাথা নত করে।
যেন ভাজা মাছ উল্টিয়ে খায়নি কখনো
আমার কি দোষ! আমি নন্দিত দেশে এখনো।
যখন কাল নাগিনীর উদ্যত বিষাক্ত ফনায়
উজাড় হয়েছে দেশ সবুজ উদ্যান, উপেক্ষা ঘৃনায়!
ফসলের মাঠে বসে কেঁদেছে সন্তানহারা কৃষাণী
মায়ের কান্নায় নিভৃতে কেঁদেছে বিচারের বাণী!
নদী শুকিয়ে শুটকি বানিয়েছে জেলে পাড়ারে
ব্যাংক বীমা লুন্ঠন কারী দরবেশদের মাজারে!
বেদীতে ওরা দিয়েছে তখন রঙিন ফুলের অর্ঘ
এইসব বিদ্বান ভুলে গেছে হত্যা লাশ গুম খুন মর্গ।
হীরক রাজার দেশে ছড়ায় গান্ধীর অহিংস বানী!
এসো যুদ্ধ বিগ্রহ নয় সাধুর নগরে শান্তি আনি!
এখানে প্রকাশ্য দুর্ভিক্ষ হয়নি, না খেয়ে মরেনি কেউ
সভ্যতার চূড়ায় উপনীত ছিলাম ! ছিলো উন্নয়নের ঢেউ!
যা কিছু হয়েছে সেসব বিচ্ছিন্ন অতি তুচ্ছ ঘটনা
বিডিআর হত্যা শাপলা চত্বর এসব গুজব, রটনা!
অপ্রত্যাশিত লড়াইয়ে পরাজিত ব্যর্থ মিশন!
বাঁচতে চায় ডুবে যাওয়া বর্গী সেনা খড়কুটো ধরে
গান্ধীর অহিংস নীতি গায় উদ্ধত মাথা নত করে।
যেন ভাজা মাছ উল্টিয়ে খায়নি কখনো
আমার কি দোষ! আমি নন্দিত দেশে এখনো।
যখন কাল নাগিনীর উদ্যত বিষাক্ত ফনায়
উজাড় হয়েছে দেশ সবুজ উদ্যান, উপেক্ষা ঘৃনায়!
ফসলের মাঠে বসে কেঁদেছে সন্তানহারা কৃষাণী
মায়ের কান্নায় নিভৃতে কেঁদেছে বিচারের বাণী!
নদী শুকিয়ে শুটকি বানিয়েছে জেলে পাড়ারে
ব্যাংক বীমা লুন্ঠন কারী দরবেশদের মাজারে!
বেদীতে ওরা দিয়েছে তখন রঙিন ফুলের অর্ঘ
এইসব বিদ্বান ভুলে গেছে হত্যা লাশ গুম খুন মর্গ।
হীরক রাজার দেশে ছড়ায় গান্ধীর অহিংস বানী!
এসো যুদ্ধ বিগ্রহ নয় সাধুর নগরে শান্তি আনি!
এখানে প্রকাশ্য দুর্ভিক্ষ হয়নি, না খেয়ে মরেনি কেউ
সভ্যতার চূড়ায় উপনীত ছিলাম ! ছিলো উন্নয়নের ঢেউ!
যা কিছু হয়েছে সেসব বিচ্ছিন্ন অতি তুচ্ছ ঘটনা
বিডিআর হত্যা শাপলা চত্বর এসব গুজব, রটনা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন