বৈষম্যহীন পৃথিবীর লড়াই
হাসান জামান
সে এক আশ্চর্য রণাঙ্গন !
হতবাক পৃথিবীর চোখ!
সেপাই- ছাত্র জনতা মুখোমুখি তীব্র লড়াই
একদিকে মুষ্টিবদ্ধ তরুণের উত্তোলিত হাত
কয়েকটি ইট পাথর, বিপরীতে
রাজপথে সমরাস্ত্রের বুনো উল্লাস!
একে একে ঝরে অগনন তরুণের লাশ!
দাঙ্গার আগুনে পুড়ে প্রাসাদ নগরী
ঘরবাড়ি প্রকম্পিত অলি গলি
বুলেট বোমা টিয়ার শেলে
আর্তচিৎকার মিশে যাচ্ছে বাতাসে
স্লোগানে মিছিলে
যেন আরেক ফিলিস্তিন মৃত্যু উপত্যকা!
স্বাধীনতার কাঙাল ছেলেরা ফিরবে না ঘরে
ফিরবে না আর মায়ের কোলে
ডাকবে না, আর মা আমি আসছি বলে,
জোৎস্না প্লাবিত কোন রাতে এই বাংলায়!
এমন বিপ্লব আগে দেখেনি কেউ
দেখেনি এমন আত্মদান মৃত্যুর ঢেউ!
দেখেনি উত্তাল তারুণ্য রক্ত জোয়ার
ভেঙে যাক আয়না ঘর হায়নার বন্দী শিবির
মুছে যাক বৈষম্য দেয়াল মৃত্যু খোঁয়াড়!
হতবাক পৃথিবীর চোখ!
সেপাই- ছাত্র জনতা মুখোমুখি তীব্র লড়াই
একদিকে মুষ্টিবদ্ধ তরুণের উত্তোলিত হাত
কয়েকটি ইট পাথর, বিপরীতে
রাজপথে সমরাস্ত্রের বুনো উল্লাস!
একে একে ঝরে অগনন তরুণের লাশ!
দাঙ্গার আগুনে পুড়ে প্রাসাদ নগরী
ঘরবাড়ি প্রকম্পিত অলি গলি
বুলেট বোমা টিয়ার শেলে
আর্তচিৎকার মিশে যাচ্ছে বাতাসে
স্লোগানে মিছিলে
যেন আরেক ফিলিস্তিন মৃত্যু উপত্যকা!
স্বাধীনতার কাঙাল ছেলেরা ফিরবে না ঘরে
ফিরবে না আর মায়ের কোলে
ডাকবে না, আর মা আমি আসছি বলে,
জোৎস্না প্লাবিত কোন রাতে এই বাংলায়!
এমন বিপ্লব আগে দেখেনি কেউ
দেখেনি এমন আত্মদান মৃত্যুর ঢেউ!
দেখেনি উত্তাল তারুণ্য রক্ত জোয়ার
ভেঙে যাক আয়না ঘর হায়নার বন্দী শিবির
মুছে যাক বৈষম্য দেয়াল মৃত্যু খোঁয়াড়!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন