চব্বিশের রুদ্ধশ্বাস লড়াই
হাসান জামান
মাথার মুকুট খুলে পড়তেই
পাশ থেকে ছিটকে পড়লো পাইক পেয়াদা
সহস্র আর্দালী চাটুকারের দল
ছিন্ন ভিন্ন ক্ষমতার ফুলদানী মালি মোসাহেব
সাজানো বাগানের সমস্ত রঙিন ফুল ও ফল!
ক্ষমতার বটবৃক্ষ অগ্নি গর্ভ জনরোষে
কাল বৈশাখী ঝড়ে নক্ষত্র পড়ে খসে।
সর্বহারা হৃদয়ে পুঞ্জিভূত ক্ষোভ মেঘের গর্জন
উড়ে গেছে দৈত্য দানব উলঙ্গ রাজ সিংহাসন!
মানুষ নয় বেরিয়ে এলো ফেরাউনের মুখ
খুন গুম রক্ত পিপাসু ড্রাগন ভ্যাম্পায়ার
আয়না ঘর নির্মাতা শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড়!
মায়ের আদর বাবার বারন বোনের স্নেহ ভুলে
রাজপথে সাঈদের হাত যেন ঈগলের ডানা
প্রশস্ত বুকে তার বাংলার মানচিত্র হার -না -মানা।
৫ ই আগস্ট। ঝকঝকে সোনালী সকাল
রাজপথে শহিদী কাফেলা যেন পঙ্গপাল
ভয়ের আগল ভেঙে ছাত্র জনতার ভীষন বিষ্ফোরন
উত্তরা মিরপুর যাত্রাবাড়ি গনজোয়ারে কাঁপছে গনভবন
বঙ্গপোসাগর ছেড়ে রঙিলা মৎস্য কন্যা তখন
নিক্ষিপ্ত নীল সাগরে নৌকা ফেলে দিয়েছে উড়াল।
বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন বিপ্লবীদের দুচোখে
বারুদের অগ্নি শিখায় আধমরাদের ভাঙলো কি ঘুম -
স্বাধীনতা মিছিল নিশান যদি ফের হয় গুম
এসো তুমি আগামী মিছিলে ছেলে হারা মায়ের শোকে!
ধুলিস্যাৎ নীতিহীন রাজনীতি ষড়যন্ত্র চব্বিশের রুদ্ধশ্বাস
লড়াই সংগ্রাম শেখালো আমরা নই কেনা কারো দাস!
পাশ থেকে ছিটকে পড়লো পাইক পেয়াদা
সহস্র আর্দালী চাটুকারের দল
ছিন্ন ভিন্ন ক্ষমতার ফুলদানী মালি মোসাহেব
সাজানো বাগানের সমস্ত রঙিন ফুল ও ফল!
ক্ষমতার বটবৃক্ষ অগ্নি গর্ভ জনরোষে
কাল বৈশাখী ঝড়ে নক্ষত্র পড়ে খসে।
সর্বহারা হৃদয়ে পুঞ্জিভূত ক্ষোভ মেঘের গর্জন
উড়ে গেছে দৈত্য দানব উলঙ্গ রাজ সিংহাসন!
মানুষ নয় বেরিয়ে এলো ফেরাউনের মুখ
খুন গুম রক্ত পিপাসু ড্রাগন ভ্যাম্পায়ার
আয়না ঘর নির্মাতা শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড়!
মায়ের আদর বাবার বারন বোনের স্নেহ ভুলে
রাজপথে সাঈদের হাত যেন ঈগলের ডানা
প্রশস্ত বুকে তার বাংলার মানচিত্র হার -না -মানা।
৫ ই আগস্ট। ঝকঝকে সোনালী সকাল
রাজপথে শহিদী কাফেলা যেন পঙ্গপাল
ভয়ের আগল ভেঙে ছাত্র জনতার ভীষন বিষ্ফোরন
উত্তরা মিরপুর যাত্রাবাড়ি গনজোয়ারে কাঁপছে গনভবন
বঙ্গপোসাগর ছেড়ে রঙিলা মৎস্য কন্যা তখন
নিক্ষিপ্ত নীল সাগরে নৌকা ফেলে দিয়েছে উড়াল।
বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন বিপ্লবীদের দুচোখে
বারুদের অগ্নি শিখায় আধমরাদের ভাঙলো কি ঘুম -
স্বাধীনতা মিছিল নিশান যদি ফের হয় গুম
এসো তুমি আগামী মিছিলে ছেলে হারা মায়ের শোকে!
ধুলিস্যাৎ নীতিহীন রাজনীতি ষড়যন্ত্র চব্বিশের রুদ্ধশ্বাস
লড়াই সংগ্রাম শেখালো আমরা নই কেনা কারো দাস!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন