কতবার বলেছি তোমাকে
দুঃখ কে ফুঁ দিয়ে বাতাসে উড়াও
বেদনাকে আগুনে পোড়াও
খুব বেশী স্মার্ট হয়ো না
জীবন কে ভালোবেসে
ভ্রান্তির সিঁড়িতে পা রেখো না।
নাই বা হলে প্রখর সূর্য শেষ বিকেলে
তেমনি থাকো শৈশবে যেমন ছিলে!
চিরস্থায়ী শান্তি বলে কিছু নেই
মানুষের জন্ম দুঃশ্চিন্তার ঘোলা জলে।
বেশী বেশি চেয়ে মনোকষ্ট বাড়িয়ো না
পৃথিবীতে কেউ আকাশের নক্ষত্র হয় না
হৃদয় কে দুখের পাথর খনি বানিও না!
কতবার বলেছি অস্হির মন তোমাকে
দিন শেষে সকল মানুষ দীর্ঘঃশ্বাস ফেলে
মাটির বালিশে মাথা রাখে!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন