হাসান জামান

কবিতা - একুশে ফেব্রুয়ারি

লেখক: হাসান জামান

একটি মিছিল ভাষার মিছিল
একুশে ফেব্রুয়ারি
এ মিছিল ছিল ভয় ডরহীন
সাহসের তরবারী।

বাঙালী জাতির প্রথম মিছিল
চেতনার দীপ শিখা
ভাষার জন্য সালামের সংগ্রাম
রক্ত আকরে লিখা।

রফিকের ঠোঁটে মায়ের শ্লোগান
স্বপ্নের বীজ বোনা
রাজপথ জুড়ে রক্তের রংধনু
তোলে উদ্ধত ফনা।

এ মিছিল আনে প্রবল জোয়ার
মেলে স্বপ্নের ডানা
স্বাধীনতার সাহস ছড়ায় বুকে
পদ্মা মেঘনা যমুনা।

আমার মায়ের ভাষার মিছিল
সত্যের পথে চলে
ফাগুনে ছড়ায় রক্ত আগুন
শহীদেরা কথা বলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন