কবি নন্দলাল

হাসান জামান হাসান জামান

নন্দ আমি মন্দ না হুজুগের এ শহরে
নাচি গাই ফুর্তি করি মহারানীর ঘরে !
ছাতা ধরে কাটাই জীবন সারাটি দিন কাল
উন্নয়নের কাব্য লিখি আমি কবি নন্দলাল!
রক্ত স্রোতে যায় ভেসে যায় দেশ -
কিসের ভয় এইতো আছি বেশ!
ছেলে হারা মা কাঁদে মুগ্ধ ফিরে আয়
নাঁড়ি ছেঁড়া বুকের ধন কেনযে গুলি খায়!
অচিরেই ওলট পালট দেশ হবে ঠিকঠাক
গন্ডগোলে ঘরের কোণে একলা শুয়ে থাক!
শ্লোগান মিছিল যুদ্ধ লড়াই হয়ে গেলে পার
আমি হবো কালা মানিক নয়তো মিনিস্টার!
বর্ষা এলে নতুন জলে ভাসাবো ফের তরী
শুন্যে উড়াই সুখের লাটাই কাউরে আমি ডরি!
উন্নয়নের সাউন্ড গ্রেনেড ছুঁড়বো আকাশ জুড়ে
বীর বাহাদুর যোদ্ধা আমি থাকি অন্তঃপুরে!
বিচ্ছু গুলো তুলছে ফনা তুচ্ছ করি ভয়
নৌকা ডুবে তবু বলি জয় মহারানীর জয়!
গদী ফেলে কে সে পালায় দাদার খোঁয়াড়ে
ভাঙা তরী কেমনে বাই এই প্রবল জোয়ারে !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন