লাভ ক্ষতির হিসেব গুনতে গুনতে
দিনের সূর্য অস্ত যায় দক্ষিণে বামে
গুড়ি গুড়ি পায়ে আঁধার নামে
রাত জেগে জেগে হয় না তো ভোর!
ঘুমের ভেতর জাপ্টে ধরে
অচেনা মৎস্যকন্যা নীল অজগর!
পাখি উড়ে মন পুড়ে পান করে হেম
পৃথিবীর পাঠশালা ছেড়ে গেছে প্রেম
নিজের তাঁবুতে লুকিয়ে থাকি নির্জনে,
বাইরে তুফান কেউ ডাকে নি কাছে
অবহেলায় কেটেছে কৈশোর বেলা
আমি উড়তে চেয়েছি তোমার ডানায়
তুমি রাখোনি মনে!
হাত বাড়িয়ে নদী তোমাকে ডাকি
কার লাভ কার ক্ষতি কারে দেই ফাঁকি
কষ্টের এ গল্প শেষ হয়েছে সেই কবে —
দিন শেষে সূর্য অস্ত যায়
শুধু রাত নামলেই তুমি ফিরে আসো
শব্দহীন শহরে নিত্য নতুন শৈশবে
মন ভাঙা খোলা বারান্দায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন