অনলাইনে লেখা লেখি অনলাইনে অর্ডার
অনলাইনে দিচ্ছি পাড়ি দেশ সীমানা বর্ডার।
অনলাইনে যাচ্ছে গুডস চীন জাপান রাশা
অনলাইনে ফুড পান্ডা আসছে প্যাকেট ঠাসা!
অনলাইনে নিউজ পোর্টাল প্রিন্ট মিডিয়া হাওয়া
অনলাইনে প্রেমের পাখি যাচ্ছে না-কি পাওয়া!
অনলাইনে পিসি ট্যাব মাউস ওয়াই ফাই,
অনলাইনে অফিস চলে হাজিরা বুক নাই!
অনলাইনে লেখাপড়া চলছে ঘরের কোনে
অনলাইনে হচ্ছে ক্লাস শুনছে হেড ফোনে!
অনলাইনে জুম মিটিং সকাল বিকাল রাতে
অনলাইনে ব্যাংক বীমা চলছে হাতে হাতে!
অনলাইনে ডেবিট ক্রেডিট ভার্চুওয়ালি টাকা
অনলাইনে মূদ্রা বাজার ঘুরছে জীবন চাকা,
অনলাইনে পকেট ভারী বাজার গেলেই ফাঁকা!
অনলাইনে ট্রেনের টিকেট খাজনা ট্যাক্স বিল
এক নিমিষেই সকল সেবা পকেট করো ঢিল!
পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হাতের মুঠোয় ধরা
অনলাইনে আকাশ জমীন ইচ্ছে মতো ঘোরা!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন