প্রিয় দর্শিনী
হাসান জামান
প্রিয়দর্শিনী! প্রকৃতি বিরুপ!
ফুরিয়ে যাচ্ছে প্রসন্ন সময়
এবার ফিরতে হবে অনিবার্য অন্ধকারে
নতুন সূর্য উঠার কত পথ বাঁকি
আমি ক্লান্ত প্রাণ! ভুলে গ্যাছি জীবনের গান!
তবু খুঁজি স্বপ্ন নীড় স্বজনের মুখ!
প্রতীক্ষায় মেঘের ক্রন্দন
সম্ভাবনার দরোজা গুলো ক্রমাগত
সরে সরে যায়।
বুক জুড়ে অন্ধকার আশাহীন শীলা
ভাসে ভলগা নদীর স্বচ্ছ জলে,
পূর্নিমা চাঁদ ডুবে যায় রাত্রির রহস্যে!
হুতুম পেঁচার মত আমি শুধু
জেগে থাকি ডুমুরের ডালে একা একা।
রাত্রির নিস্তব্ধতা শহরে বন্দরে,মাঠে নির্জনে
যাবো না কোথাও থাকতে চাই আরো কিছু কাল
ল্যামপোস্টে ঝুলে প্রিয়দর্শিনী
পৃথিবী তোমাকে ভালোবেসে !
ফুরিয়ে যাচ্ছে প্রসন্ন সময়
এবার ফিরতে হবে অনিবার্য অন্ধকারে
নতুন সূর্য উঠার কত পথ বাঁকি
আমি ক্লান্ত প্রাণ! ভুলে গ্যাছি জীবনের গান!
তবু খুঁজি স্বপ্ন নীড় স্বজনের মুখ!
প্রতীক্ষায় মেঘের ক্রন্দন
সম্ভাবনার দরোজা গুলো ক্রমাগত
সরে সরে যায়।
বুক জুড়ে অন্ধকার আশাহীন শীলা
ভাসে ভলগা নদীর স্বচ্ছ জলে,
পূর্নিমা চাঁদ ডুবে যায় রাত্রির রহস্যে!
হুতুম পেঁচার মত আমি শুধু
জেগে থাকি ডুমুরের ডালে একা একা।
রাত্রির নিস্তব্ধতা শহরে বন্দরে,মাঠে নির্জনে
যাবো না কোথাও থাকতে চাই আরো কিছু কাল
ল্যামপোস্টে ঝুলে প্রিয়দর্শিনী
পৃথিবী তোমাকে ভালোবেসে !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন