শৈশব কৈশোর দু’হাতে ঠেলে
স্নেহময়ী মা তোমাকে ফেলে
গেলো দূর শহরে যে ছেলে
অচেনা স্টেশনে একা একা –
সে এখন জীবন সড়কের শেষে
সময়ের স্রোতে ভেসে ভেসে
কাঁপছে ভীষণ শীতে জুবুথুবু
মা তোমার সাথে হবে কি দেখা!
হেমন্ত মাঠে মাঠে ফসলের হাসি
বৃক্ষের পাতা ঝরা দিনে
হারানো নদী যেন পায় তার দিশা
আঁধারে আমায় তুমি মাগো নিয়ো চিনে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন