মরণের পর
হাসিব মহিউদ্দিন
কোন কূলেতে পার খুঁজেছি কোন কূলেতে যাই,
অজানারে জানতে দিলে আবার দিলে ঠাঁই।।
ঘরের মাঝে ছিলাম যখন মরণ ব্যথা হয়নি তখন,
এখন আমার সব হয়েছে হাতেই সময় নাই।।
পারে পারে ঘুরে বেড়াই কোথাও পাইনা পার,
আসল পারের দেখা পেতে করছি যে ছারখার।
মাথার উপর আকাশ রাঙা চোখের কূলে কত ডাঙ্গা,
সেখানে হে জানি আমি তোমাকে না পাই।।
চলতে চলতে ঘুমিয়ে গেছি পারে পারে ঘুরে,
রাতের আকাশ তারায় ভরা জ্বলছে সুরে সুরে।
ঘুম হতে যে জেগে দেখি লাগছে আমার সবি মেকি,
সবি আছে মাথার উপর আকাশ পানে চাই।।
কোথা তারা হারিয়ে গেলো কোথা মেঘের দল,
পাইনা আমি শূন্যে ভাসি পাইনা জলের তল।
বুঝতে পারি অন্য ভবে মাতিনা তাই মধুর রবে,
ভয়ে হৃদয় চুপসে গেছে আছি আজ একাই।।
হটাৎ কে যে ডাকে আমায় ফিরে ফিরে আর,
আপন স্বজন হারিয়ে গেছে দেখি অন্ধকার।
অমন সময় তোমায় দেখে চুপসে গেছে হৃদয় চেখে,
অপরূপের রূপ মেলেছ তোমারি গান গাই।।
বুঝেছি আজ আসলো মরণ দুর্নিবারের সাধ,
পরজগত মাঝে এসে কেটেছে বিষাদ।
মরণ ব্যথা দিয়েছে ফুল সেই আঘাতে এসেছি কূল,
তাই দেখেছি শুন্য আকাশ সে পানেতে ধাই।।
অজানারে জানতে দিলে আবার দিলে ঠাঁই।।
ঘরের মাঝে ছিলাম যখন মরণ ব্যথা হয়নি তখন,
এখন আমার সব হয়েছে হাতেই সময় নাই।।
পারে পারে ঘুরে বেড়াই কোথাও পাইনা পার,
আসল পারের দেখা পেতে করছি যে ছারখার।
মাথার উপর আকাশ রাঙা চোখের কূলে কত ডাঙ্গা,
সেখানে হে জানি আমি তোমাকে না পাই।।
চলতে চলতে ঘুমিয়ে গেছি পারে পারে ঘুরে,
রাতের আকাশ তারায় ভরা জ্বলছে সুরে সুরে।
ঘুম হতে যে জেগে দেখি লাগছে আমার সবি মেকি,
সবি আছে মাথার উপর আকাশ পানে চাই।।
কোথা তারা হারিয়ে গেলো কোথা মেঘের দল,
পাইনা আমি শূন্যে ভাসি পাইনা জলের তল।
বুঝতে পারি অন্য ভবে মাতিনা তাই মধুর রবে,
ভয়ে হৃদয় চুপসে গেছে আছি আজ একাই।।
হটাৎ কে যে ডাকে আমায় ফিরে ফিরে আর,
আপন স্বজন হারিয়ে গেছে দেখি অন্ধকার।
অমন সময় তোমায় দেখে চুপসে গেছে হৃদয় চেখে,
অপরূপের রূপ মেলেছ তোমারি গান গাই।।
বুঝেছি আজ আসলো মরণ দুর্নিবারের সাধ,
পরজগত মাঝে এসে কেটেছে বিষাদ।
মরণ ব্যথা দিয়েছে ফুল সেই আঘাতে এসেছি কূল,
তাই দেখেছি শুন্য আকাশ সে পানেতে ধাই।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন