তোমারে ডাকিয়া আমি ব্যাকুলের স্বরে
ছুটিয়া চলেছি আমি শ্বাপদের পথে;
টিকেনা অন্তর আর আত্ম সুখো ঘরে
চড়িনি জগত মোহে চড়িনি সে রথে।
একেলার বাসনাতে ডোবা হলো আজ
চারুতা মেখেছি মনে ভয়াল সাগরে;
হেসে হেসে দেখি ভীতি করিছে বিরাজ
ক্ষুব্ধ, করাল লহরী আসিছে যে ভরে।
কেমনে মেখেছি আমি হৃদয়ে চারুতা
জাগিছে আশ্চর্য ভেবে আমার ভেতর;
কেমনে মরণ দেখে জেগে বলি কথা
কেমনে গাইছি আমি গীতি প্রাণভর।
যাপিত কালের সব বেদনাকে সয়ে
তোমারে রেখেছি আমি চিত্ত মাঝে সুখে;
আঘাতে আঘাতে তরী আছে তবু রয়ে
এতো অসহায় তবু আছি আমি ভুখে।
সমুখের পার নাই পিছনের ভ্রান্তি
দেখেছি আমি যে শুধু শ্বাপদ সাগর;
আসিছে আমার বুকে মৃত্যুর সে কান্তি
পাইনা জীবনে আমি আর অবসর।
চলেছি কতনা সয়ে জীবনের ব্যথা
আঘাতে আঘাতে আমি শুধু নাজেহাল;
ফুটিয়া উঠিছে আজ জীবনের কথা
সাগরের বুকে জাগে শ্বাপদের তাল।
মানিয়া লয়েছি আমি করাল সিন্ধুকে
চলেছি ডাকিয়া আমি তোমারি সে নাম;
সাহসীর বুকে আশা প্রগলভ সুখে
চলেছি ভাবিয়া আমি জাগে মনস্কাম।
শরীরের শক্তি আজ নেই আগ ন্যায়
জাগিয়েছে ক্ষুধা শুধু যেতে কোন পার;
আমাকে পারের দেখা শুধু আশা দেয়
দেখেছি সম্মুখে তবু নিকষ আঁধার।
তোমারে ডাকিয়া আমি তারা গুনে চলি
কেন যেন মনে হয় আছে ছোঁয়া আর;
তোমার ছোঁয়াতে আমি ফিরে ফিরে জ্বলি
কেটে যায় মন তরে ভয়াল আঁধার।
এমনি চলার মাঝে তোমায় পেয়েছি
ঝড়ের প্রকোপে তরী ভেঙে যেতে চায়;
তখনি তোমার নামে রাগিণী গেয়েছি
দিলে বুঝি আমাকেই সাহসের সায়।
তীরের দেখাটি পেলে সার্থক এ প্রাণ
যৌবনের ক্ষুধা বাড়ে একেলার থাকা;
করেছি যৌবন আমি তোমা’ পিছে দান
জোটেনা আমার সাথী তারেও যে ডাকা।
এমন করাল পথে আমি আছি একা
আঘাতে আঘাতে যেন ছুটি দুর্নিবার;
ভাবি আমি কেমনে তা দিল প্রাণে দেখা
করেছে আমার মন আজ ছারখার।
চারিদিকে ঝড় জাগে আবার যে ফিরে
দিবস নেমেছে আজ সাগরের বুকে
অথচ আঁধার দেখি আমাকেই ঘিরে
ভেবেছি কেবলি সবি পরীক্ষার সুখে।
ছুটিছে আমার তরী আজ নিজ বেগে
করাল পথের চাওয়া আমি গ্রাসি প্রাণ;
আগ্রাসী মনোভাবেই সব ফেলি ত্যাগে
করেছি নিজের প্রাণ তোমাকেই দান।
ঝড়ের প্রকোপ বাড়ে সোনালীর বুকে
হরিত ঘাসের চাওয়া হবে আর দেখা;
টানিছে আমাকে পৃথ্বী আজ যেন সুখে
হয়েছে হরিত মুছে জীবনকে শেখা।
এবার সহায় হবে সেই যাচনাতে
তোমায় ডেকেছি আমি প্রাণস্বর মেখে;
ছাউনি দিয়েছ তুমি সকল আঘাতে
তাই আশা রাখি মনে উঠি ঝড় চেখে।
সহসা চোখের পটে ভাসিছে সে তীর
ভাবি তারে মরীচিকা হতাশার প্রাণে;
করেছে মরণ ভীতি আজ মনে ভিড়
তবু ডেকে চলি আমি কৃতজ্ঞতা দানে।
আরো কাছে যেতে থাকি আমার সাগরে
ধীরে ধীরে ম্লান হয়ে আসে তীর সেথা;
আশাটি ভেঙেছে আজ ফিরিবনা ঘরে
জাগিয়েছে প্রাণে আজ মৃত্যু ব্যাকুলতা।
আবার দু’চোখ মেলে চেয়েছি সেদিকে
এবার দেখেছি তীর আর লোক প্রাণ;
করেনি মানুষে আজ আমাকেই ফিকে
তোমার করুণা বুঝি করে গেলে দান।
ফিরে আসি নিজ ঘরে প্রশান্তির বেগে
তোমার নিকটে চাওয়া দাও কৃপা ধাতা;
নিকট অতীত শুধু মাখি আমি লেগে
হৃদয়ের গভীরের গীতি লিখে মাথা।
আবার ফিরেছি আমি সাগরের কোলে
নাবিকের প্রাণে কিবা মানায় সে ঘর;
আবার করুণা চাই মন শুধু দোলে
ভয়াল সাগর মার্গ ডাকে অতঃপর।
৬৩

মন্তব্য করতে ক্লিক করুন