হুমায়ূন আহমেদ

কবিতা - বরষার প্রথম দিনে

লেখক: হুমায়ূন আহমেদ

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে
জোছনার আঁচলে ঢাকা মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়।

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।

৩৬৯
মন্তব্য করতে ক্লিক করুন