কবিতা - দুমুঠো সঙ্গ ভিক্ষা দেবে?

রাউফ

দুমুঠো সঙ্গ ভিক্ষা দেবে?
আমি চরম দারিদ্রতায় ডুবে আছি।
শূন্যতার থালায় অন্ন নেই,
জমেছে শুধু নিঃসঙ্গতার ধুলোই।

আকাশ চেয়ে হাসে তামাশার চোখে,
তারাদের ঝিলমিলেও আমি নির্বাসিত।
রাতের বাতাসে কথার গুঞ্জন বাজে,
কিন্তু আমার কান দুটি অবরুদ্ধ।

বাতাসের কাছে চেয়েছি একটুখানি স্পর্শ,
গোধূলির কাছে চেয়েছি একফোঁটা মিষ্টি রোদ,
সময়ের কাছে চেয়েছি কয়েক মুহূর্তের ঠাঁই,
কিন্তু সব সর্বদা দিয়েছে বঞ্চনার ছাই।

দুমুঠো সঙ্গ ভিক্ষা দেবে?
শব্দহীন ঘর, অনুভূতিহীন দেয়াল,
কোনো এক সন্ধ্যায় এসে যদি বসো,
আমার নিঃসঙ্গতাকে জড়িয়ে নেবে?

সমুদ্র সমান কান্না আমার,
বুকের গহীনে ঝড়ের আগুন,
আমায় একটু আগলে ধরে বলবে? “তুমি একা নও!…”
অযথা হলেও এক প্রহর দেখবে কি ভেবে?
আমায় দুমুঠো সঙ্গ ভিক্ষা দেবে?

৯৪
মন্তব্য করতে ক্লিক করুন