ভালোবাসার সমীকরণ
জালাল উদ্দিন রুমি
তুমি এসেছ আমাদের মাঝে
তারকারাজির উর্ধ্বলোক থেকে,
মহাশূণ্যের নিঃসীম শূণ্যতা থেকে,
এসেছ তুমি অপরিচিত অন্য এক পৃথিবী থেকে।
অকল্পনীয় সৌন্দর্যের সীমাতিক্রমী শুদ্ধতা,
তোমার অবয়বকে জারিত করেছে
ভালোবাসার ঈপ্সিত নির্যাস দ্বারা।
তোমার এই মোহনীয় সৌন্দর্যের স্নিগ্ধতা দ্বারা
স্নাত হয়েছে তারাই,
যাদের স্পর্শ করেছো তুমি।
জাগতিক উদ্বিগ্নতা, উৎকণ্ঠা এবং সমস্ত দুঃখবোধ
উৎসাদিত হয়েছে তোমারই প্রোজ্জ্বল উপস্থিতিতে।
আনন্দের ফল্গুধারা বইয়ে দিয়েছে
শাসক এবং শোষিতের মাঝে,
বইয়েছে রাজা এবং প্রজাদের মাঝে।
তোমার অণুগ্রহে অনুপ্রাণিত হয়ে
হারিয়ে ফেলেছি আমাদের ভাষা।
সমস্ত পাপাদি পরিণত হয়েছে পুণ্যে।
তুমি সত্যিই মহান প্রভু!
তুমিই প্রজ্জ্বলিত করেছো ভালোবাসার লেলিহান অগ্নিশিখা
ঐ দূর অন্তরীক্ষে, পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে।
তোমার সৃজিত মানবের হৃদসরোবর এবং আত্মার গভীরতম প্রদেশে।
তোমার এই বাঁধহীন ভালোবাসা একীভূত করেছে,
অস্তিত্ববাদ এবং অনস্তিত্ববাদকে।
সকল বিরোধীরা হয়েছে একত্রিত।
স্রষ্টা এবং পবিত্র সৃষ্টির প্রতি বিদ্বেষী
সবাই হয়েছে আবারও পবিত্র।
(অনুবাদ - মনজুরুল ইসলাম)
তারকারাজির উর্ধ্বলোক থেকে,
মহাশূণ্যের নিঃসীম শূণ্যতা থেকে,
এসেছ তুমি অপরিচিত অন্য এক পৃথিবী থেকে।
অকল্পনীয় সৌন্দর্যের সীমাতিক্রমী শুদ্ধতা,
তোমার অবয়বকে জারিত করেছে
ভালোবাসার ঈপ্সিত নির্যাস দ্বারা।
তোমার এই মোহনীয় সৌন্দর্যের স্নিগ্ধতা দ্বারা
স্নাত হয়েছে তারাই,
যাদের স্পর্শ করেছো তুমি।
জাগতিক উদ্বিগ্নতা, উৎকণ্ঠা এবং সমস্ত দুঃখবোধ
উৎসাদিত হয়েছে তোমারই প্রোজ্জ্বল উপস্থিতিতে।
আনন্দের ফল্গুধারা বইয়ে দিয়েছে
শাসক এবং শোষিতের মাঝে,
বইয়েছে রাজা এবং প্রজাদের মাঝে।
তোমার অণুগ্রহে অনুপ্রাণিত হয়ে
হারিয়ে ফেলেছি আমাদের ভাষা।
সমস্ত পাপাদি পরিণত হয়েছে পুণ্যে।
তুমি সত্যিই মহান প্রভু!
তুমিই প্রজ্জ্বলিত করেছো ভালোবাসার লেলিহান অগ্নিশিখা
ঐ দূর অন্তরীক্ষে, পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে।
তোমার সৃজিত মানবের হৃদসরোবর এবং আত্মার গভীরতম প্রদেশে।
তোমার এই বাঁধহীন ভালোবাসা একীভূত করেছে,
অস্তিত্ববাদ এবং অনস্তিত্ববাদকে।
সকল বিরোধীরা হয়েছে একত্রিত।
স্রষ্টা এবং পবিত্র সৃষ্টির প্রতি বিদ্বেষী
সবাই হয়েছে আবারও পবিত্র।
(অনুবাদ - মনজুরুল ইসলাম)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন