লহুতে মিশে আছে নৃত্য—১

জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন রুমি

আমাদের মধ্যে একটি গোপন আবর্তন
আবর্তিত করায় মহাবিশ্বকে,
শির অনবহিত পায়ের
পা অনবহিত শিরের;
কেউই তত্ত্বাবধায়ক নয় কারো—

কেবল তারা ঘুরেই চলে শুধু…

(অনুবাদ করেছেন – ফাতিন আরেফিন)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন