নীরব ভালোবাসার প্রাপ্যতা

জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন রুমি

নিঃসীম নীরবতার আবহে তোমায় ভালোবাসতে পছন্দ করি আমি,
যেহেতু এই নীরবতার অন্তরালে প্রত্যাখানের কোনো সম্ভাবনা খুঁজে পাই না।

একাকীত্বের মায়াবী প্রহরে তোমায় ভালোবাসতে পুলক বোধ করি,
যেহেতু একাকীত্বের এই চারণভূমিতে,
আমি ছাড়া আর পৃথিবীর কেউই অধিকার করতে পারে না তোমাকে।

অতি দূর হতে তোমার জন্য আরাধনা করতে নিরাপদ বোধ করি,
যেহেতু এই সীমানাবিহীন দূরত্বই আমাকে রক্ষা করবে দুঃসহ যন্ত্রণার উত্তপ্ততা থেকে।

প্রবহমান সুরেলা বাতাসের মিষ্টতায় তোমার নরম ঠোঁটে ঠোঁট রাখতে আকর্ষণ বোধ করি,
যেহেতু এই অকৃত্রিম বাতাস আমার দু’ঠোঁটের চেয়েও অধিকতর প্রশান্ত।

অন্তরিত স্বপ্নের ভেলায় তোমায় আঁকড়ে ধরে রাখতে অসীম সুখ অনুভব করি,
যেহেতু এই স্বাপ্নিক স্নেহময়তার স্পর্শে কোনোদিনও হারিয়ে যাবে না তুমি।

(অনুবাদ - মনজুরুল ইসলাম)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন