জালাল উদ্দিন রুমি

কবিতা - তুমি কি আমায় ভালোবাসো?

লেখক: জালাল উদ্দিন রুমি

আমার প্রতি ভালোবাসার যে সৌধ তুমি নির্মাণ করেছো,
সে সৌধের উচ্চতা কি তোমার প্রতি তোমার ভালোবাসার চেয়েও ক্ষুদ্র?
একজন প্রেমিক প্রশ্ন করলো তার প্রেমিকাকে।

আমার নিজ জীবনের আত্মাহুতির মধ্য দিয়েই
আমি বাঁচতে চেষ্টা করেছি সতত
তোমার জীবনের মাঝেই।
প্রেমিকাকে উত্তর দিল তার প্রিয়তম।

অদৃশ্য হয়েছি আমি আমার আত্মজীবন
এবং অন্তরিত সমস্ত গুণের আঁধার থেকে।
বেঁচে আছি আমি শুধু তোমারই জন্য।

আমার জীবনে অর্জিত সকল শিক্ষাই
আজ আমি ভুলে গেছি।
কিন্তু তোমার সাথে পরিণয় হবার পর থেকেই
হয়েছি আমি বিরল প্রতিভাবান।

সকল শৌর্য আজ হারিয়ে ফেলেছি আমি।
কিন্তু জানো?
তোমার শক্তির স্পর্শে স্পর্শিত হয়ে
হয়েছি প্রবল শক্তিমান।

যদি আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসি,
তবে জানবে, আমি তোমাকেও ভালোবাসি।
আর যদি, আমি তোমাকেই ভালোবাসি,
তবে জানবে, ভালোবাসি আমাকেও, আমার আত্মাকেও।

( অনুবাদ – মনজুরুল ইসলাম )

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন